ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৪, ১৩:১৫
অ- অ+

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে ঢাকার পল্টন টাওয়ার সংলগ্ন নোয়াখালী জেলা সমিতির হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এবং শাহাবুদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট ইউনুস সুমন। ইসলামি সংগীত পরিবেশন করেন দুলাল রেজা এবং সাংবাদিক ওয়াসিম এমদাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাংগঠনিক সম্পাদক তাসিব খায়ের রুবেল। মূল বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রিয়াদ, সহ-সভাপতি অ্যাডভোকেট ইউনুস সুমন, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মাওলানা নুরুদ্দিন মুহাদ্দিস।

বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা হাফিজ সিদ্দিকী, উপদেষ্টামণ্ডলীর সদস্য আলমাস খান বাহাদুর, দিদারুল ইসলাম দিদার, অ্যাডভোকেট সোহেল, লিটন চন্দ্র দে সহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কাজী মোহাম্মদ আব্দুর রহিম, কোম্পানীগঞ্জ উপজেলা সমিতির সাধারণ-সম্পাদক নুর উল্যাহ, ঢাকা টাইমসের সহ সম্পাদক সাংবাদিক প্রশান্ত সুভাষ চন্দ, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আব্দুল হামিদ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম সনি

অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সজিব, সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির সহ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, দুলাল রেজা, এস আই সোহেল, আনোয়ার হোসেন জুয়েল, হেলাল উদ্দিন মানিক, আরিফুর রহমান ফিংকু, পলাশ, শিপন, জলক সানিম সহ আরও অনেকে।

অনুষ্ঠানে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অতিথিরা তাদের উদ্দেশ্য করে বলেন, এই তরুণরা যদি সমন্বিতভাবে কাজ করে তাহলে কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। এসময় সমিতিকে একটি অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কাজী মোহাম্মদ আব্দুর রহিম। (ঢাকাটাইমস/২৭মার্চ/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্নীতির অভিযোগ: পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক
স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলায় নির্বাচিত সরকার প্রয়োজন: লায়ন ফারুক
মানুষ চায় জনগণের সরকার: আমিনুল হক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: সাম্প্রতিক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা ও প্রাসঙ্গিক কিছু প্রশ্ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা