৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৪, ১৫:২৭| আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৫:৩৪
অ- অ+

সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে মিয়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে মোদি সরকার। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ভারত-মিয়ানমার সীমান্তের ১ হাজার ৬০০ কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া হবে। একইসঙ্গে সীমান্ত এলাকায় টহল দেওয়ার জন্য বিশেষ পথ নির্মাণ করা হবে বলেও ঘোষণা করেন তিনি। খবর রয়টার্সের।

বিষয়টি সম্পর্কে সরাসরি জড়িত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মিয়ানমারের সাথে তার এক হাজার ৬১০ কিমি (১ হাজার মাইল) সীমান্তে বেড়া দিতে প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার (৩০ হাজার ৭০০ কোটিরও বেশি রুপি) ব্যয় করার পরিকল্পনা করেছে ভারত। আগামী ১০ বছরে এই প্রকল্প বাস্তবায়ন হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি আরও জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে একটি সরকারি কমিটি এই বেড়ার জন্য ব্যয় অনুমোদন করেছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিবে।

মিয়ানমার এখন পর্যন্ত ভারতের বেড়া দেওয়ার পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করেনি।

গত মাসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ( সাবেক টুইটার) একটি পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর মোদি সরকার। এই পরিকল্পনায় ভারত-মিয়ানমার সীমান্তে ১৬৪৩ কিলোমিটার লম্বা বেড়া দেওয়া হবে।

তিনি আরও বলেন, মণিপুরের মোরেহে ইতিমধ্যে ১০ কিলোমিটারজুড়ে কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে। আরও ২০ কিলোমিটার বেড়া দেওয়ার কাজ শিগগিরই শুরু হবে। এর পাশাপাশি হাইডেফিনেসন্স সার্ভিল্যান্স সিস্টেম (এইচএসএস) ব্যবহার করে অত্যাধুনিক নজরদারির দুটি পাইলট প্রজেক্ট শুরু করা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন অনুপ্রবেশ রুখতে ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হোক। মণিপুরের সঙ্গে মিয়ানমারের সীমান্তের দৈর্ঘ্য ৩৯০ কিলোমিটার।

প্রসঙ্গত, মিয়ানমারের সঙ্গে সীমান্ত রয়েছে ভারতের মোট ৪টি রাজ্যের। রাজ্যগুলো হলো মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ।

এদিকে দুদেশের মধ্যে ফ্রি মুভমেন্ট রিজিম (এফএমআর) নামে একটি সমঝোতা চুক্তি রয়েছে। চুক্তি অনুযায়ী সীমান্তে বসবাসকারী উপজাতিরা দুই দেশের সীমান্তে ১৬ কিলোমিটার ভেতর পর্যন্ত যেতে পারেন। সীমান্ত অঞ্চলের উপজাতিরা বর্ডার পাস দেখিয়ে দুইদিকে, ২ সপ্তাহ পর্যন্ত থাকতে পারেন। তবে সেই ব্যবস্থাও তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা