নোয়াখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

​​​​​​​নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ মার্চ ২০২৪, ২৩:০৯ | প্রকাশিত : ২৮ মার্চ ২০২৪, ২২:০৭

নোয়াখালী জেলা শহর মাইজদীতে ট্রাক চাপায় আনোয়ার হোসেন অনিক (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেলেও চালকের সহকারীসহ গাড়িটি আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চৌরাস্তা-মাইজদী সড়কের মাইজদী টোকিও ফুডের সামনে দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন অনিক কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দ গ্রামের মাজারুল হক মন্টুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে কবিরহাটের বাড়ি থেকে জেলা শহর মাইজদীতে আসেন অনিক। ইফতারের ঠিক আগ মুহূর্তে দোকান থেকে ইফতার নিয়ে সড়কের উল্টো পথে বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল ঘুরানো চেষ্টা করে অনিক। এসময় চৌমুহনী চৌরাস্তাগামী সড়ক বিভাগের একটি ড্রাম ট্রাক অনিকের মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। সময় গাড়ি চাপায় গুরুতর আহত হন অনিক। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মন্টু মিয়া জানান, আমার ছেলে অনিক গত দুই মাস আগে আবুধাবি থেকে দেশে ফিরে বিয়ে করেছিল। আজ একজন বন্ধুর ইফতার পার্টি আছে মাইজদীতে কথা জানিয়ে বিকালে বাড়ি থেকে বের হয়ে যায়। ইফতার পার্টি শেষে রাতে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু সন্ধ্যার পর হাসপাতাল থেকে একজন জানায় অনিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন বিষয়ে কোনো অভিযোগ করতে রাজি নন। গাড়িসহ চালকের সহকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

চেক জালিয়াতি মামলায় ইউপি সদস্য জেল হাজতে

নির্বাচিত হয়েও ভোটে অংশ নিতে হচ্ছে সালথার ওয়াহিদুজ্জামানকে

সেতুমন্ত্রীর ভাই শাহাদাত অনুসারীদের বিরুদ্ধে পুলিশের মামলা, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে

কাপ্তাইয়ে  উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে খোকনের দায়িত্ব গ্রহণ

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

শ্রীপুরে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত 

বাসায় ঢুকে গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে যা করলেন ডিবি কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :