ফিনল্যান্ড আ.লীগের স্বাধীনতা দিবস উদযাপন

ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলামের সঞ্চালনায় স্থানীয় একটি হলে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনার শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা দিবসের এই দিনটি বাঙালি জাতিসত্ত্বার গর্ব ও আনন্দের দিন। পৃথিবীতে কোন জাতি এত রক্ত দিয়ে দেশ স্বাধীন করেনি, যা বাংলাদেশ করেছে। ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের এই রক্তে কেনা স্বাধীনতা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল যুদ্ধে যাবার ও প্রতিরোধ গড়ে তোলার। ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন- শুরু হয় যুদ্ধ। আর ১৬ ডিসেম্বর আমরা অর্জন করি চূড়ান্ত বিজয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্ভীক নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও স্বাধীনতার ইতিহাস জানান দিতে হবে।
বক্তারা আরও বলেন, স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে স্তব্ধ করে দিয়ে রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ে মুক্তিযুদ্ধের অর্জনকে এগিয়ে নিয়ে যেতে হবে আগামী এক সুন্দর ভবিষ্যতের জন্য। যাতে আগামী প্রজন্ম মনের মাধুরী দিয়ে গাইতে পারে 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মো. হারুনুর রশিদ, খায়রুল ইসলাম হান্নান, আনিসুর রহমান, মাহমুদ হাসান, নজীব মোর্শেদ সংগ্রাম, তপন বঙ্গবাসী, রফিকুল ইসলাম, নাহিদ মোর্শেদ জয়, মহিবুল ইসলাম, আবু দারা বাবু, সাইফুল ইসলাম, বেলাল আহমেদ, কামরান হোসেন, জাহিদ হাসান রকি, টিনটু, মাহাবুব রহমান, জুয়েল, কামরুজ্জামান, সোহান, আরিফুর রহমান কাজিম, সায়েম, তুষার, শুভ, মিলন, কৌশিক, জুবায়ের, শহিদুল প্রাণ, সোহাগ, রিফাতসহ আরো অনেকে।(ঢাকা টাইমস/২৯মার্চ/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন