সালথায় কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে জখম

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৪, ১২:০৯| আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১২:৫৫
অ- অ+

ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মাদ মিনহাজ (২০) নামে এক কলেজ শিক্ষার্থী পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর আহত ওই কলেজ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের গোলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত মিনহাজ মাঝারদিয়া গ্রামের সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফারুক হোসেনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ মোল্লার নাতি। তিনি ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী।

মিনহাজের বাবা ফারুক হোসেন জানান, শুক্রবার বিকেলে মিনহাজ মাঝারদিয়া বাজারে পেঁয়াজ বিক্রি করে বাড়ি ফিরছিল। পথে মাঝারদিয়া গোলপাড়া এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের কবির মেম্বারের সমর্থকরা তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মিনহাজের বাবা বলেন, ‘কবির মেম্বারের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে আমার কলেজে পড়ুয়া ছেলের ওপর হামলা করা হয়েছে।’

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে কবির মেম্বার বলেন, ‘কলেজ ছাত্র মিনহাজের ওপর হামলার বিষয় আমি কিছুই জানি না। তবে শুনেছি মিনহাজের সঙ্গে তার বন্ধুদের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে মিনহাজের বন্ধুরাই তার ওপর হামলা চালিয়েছে। তবে হামলাকারীরা আমার দলের লোক, এটা ঠিক।’

শনিবার সকালে সালথা থানার এসআই মো. নাজমুল আলম বলেন, ‘কলেজ ছাত্রের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। এ ঘটনায় মিনহাজের পরিবারকে হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা