চট্টগ্রাম টেস্ট: প্রথম দিন শেষে ভালো অবস্থানে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৪, ১৭:২১
অ- অ+

ঘুরে দাঁড়ানোর মিশনে দ্বিতীয় টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। তবে বাংলাদেশকে হতাশ করে দিয়ে প্রথম দিনেই নিজেদের সংগ্রহ ৩০০ পার করে ফেলেছে শ্রীলঙ্কা। নিশান মাদুশকা, দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিসের অর্ধশতকে ভর করে ৯০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান করে প্রথম দিন শেষ করলো শ্রীলঙ্কা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কানদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন দিমুথ করুণারত্নে ও নিশান মাদুশকা। শুরু থেকেই তারা দেখেশুনে খেলতে থাকেন। দলীয় ১৩ রানেই ভেঙে যেতে পারতো এই জুটি। ১৮ বলে ৯ রান করা নিশান মাদুশকা টেস্টে অভিষেক হওয়া হাসান মাহমুদের বলে সেকেন্ড স্লিপে ক্যাচ তুলে দেন। সেখানে দাঁড়ানো মাহমুদুল হাসান জয় ক্যাচটি তালুবন্দী করতে পারেননি। যার ফলে জীবন পান নিশান মাদুশকা।

জীবন পেয়ে দিমুথ করুণারত্নেকে নিয়ে আরও সাবধানেই খেলতে থাকেন মাদুশকা। তাদের এই জুটিতে ভর করে ১৪ ওভারে দলীয় অর্ধশতক পূর্ণ করে শ্রীলঙ্কা। এরপরেই বাংলাদেশের বিপক্ষে দলীয় অর্ধশতক পূর্ণ করেন ৯ রানে জীবন পাওয়া মাদুশকা। তার অর্ধশতক ও দিমুথ করুণারত্নের ৩৩ রানে ভর করে ২৭ ওভারে ৮৮ রান করে লাঞ্চ বিরতিতে যায় শ্রীলঙ্কা।

বিরতি থেকে দেখেশুনেই খেলতে থাকেন তারা। তবে এই জুটিকে আর বেশদূর এগোতে দেননি মেহেদেী হাসান মিরাজ। মিরাজের বলে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরে যান ১০৫ বলে ৫৭ রান করা মাদুশকা। তার বিদায়ে ৯৬ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।

মাদুশকার বিদায়ের পর কুশল মেন্ডিসকে নিয়ে জুটি গড়েন দিমুথ করুণারত্নে। মাদুশকার পর এই দুই ব্যাটারও তুলে জোড়া অর্ধশতক। দিমুথ করুণারত্নে বাংলাদেশের বিপক্ষে ৯৩ বলে তুলে নেন অর্ধশতক আর কুশল মেন্ডিস ৮৭ বলে তুলে নেন অর্ধশতক।

এই জুটিতে ভর করে ৫৩ ওভার ১ বলে ভর করে দলীয় ২০০ রান পূর্ণ করে শ্রীলঙ্কা। তবে এরপরেই এই জুটিকে থামান হাসান মাহমুদ। হামান মাহমুদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ১২৯ বলে ৮৬ রান করা দিমুথ করুণারত্নে। তার বিদায়ে ভাঙে ১১৪ রানের জুটি। কুশল মেন্ডিসের অপরাজিত ৬৫ রান ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ১ রানে ভর করে ৫৮ ওভারে শেষে ২১৪ রান করে চা পানের বিরতিতে যায় শ্রীলঙ্কা।

বিরতি থেকে ফিরে এই জুটি দেখেশুনে খেলতে থাকে। বাংলাদেশের বিপক্ষে ব্যক্তিগত সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন কুশল মেন্ডিস। আর তখনই তাকে ফেরান সাকিব আল হাসান। সাকিবের বলে স্লিপে মেহেদী হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ১৫০ বলে ৯৩ রান করা কুশল মেন্ডিস। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। তার বিদায়ে ভাঙে ৫৩ রানের জুটি।

কুশল মেন্ডিসের পর সাজঘরে ফিরে যান অ্যাঞ্জেলো ম্যাথিউসও। তাকে ফেরান হাসান মাহমুদ। হাসান মাহমুদের বলে থার্ড স্লিপে মেহেদেী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। আউট হওয়ার আগে করেন ৭১ বলে ২৩ রান।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ের পর ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে জুটি গড়েন দিনেশ চান্দিমাল। শেষ বিকেলে আর কোনো বিপদ হতে দেননি এই জুটি। দেখেশুনেই প্রথম দিনটা পার করেন তারা। দিনেশ চান্দিমালের অপরাজিত ৩৪ রান ও ধনঞ্জয়া ডি সিলভার ১৫ রানে ভর করে ৯০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান করে প্রথম দিন শেষ করলো শ্রীলঙ্কা।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা