আল শিফা হাসপাতালে ইসরায়েলি হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৫:৫৯ | প্রকাশিত : ৩১ মার্চ ২০২৪, ১৫:৩১
আহলি আরব হাসপাতালের মর্গে স্বজনদের লাশের অপেক্ষা

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার আল শিফা হাসপাতালে নিহত হয়েছে চার শতাধিক বেসামরিক ফিলিস্তিনি নাগরিক। গাজার মিডিয়া অফিস জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রোগী, যুদ্ধে বাস্তুচ্যুত মানুষ, মেডিকেল কর্মীসহ চার শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরায়েল। ইসরায়েলি সৈন্যরা সেখানে ১৩ দিন ধরে অভিযান চালাচ্ছে। খবর আল জাজিরার।

এছাড়াও এদিন অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ১০ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী।

আল জাজিরা জানায়, পশ্চিম তীরের নাবলুস শহর এবং বালাতা শরণার্থী শিবিরের পাশাপাশি জেনিন শহরের আশপাশের একাধিক স্থানে ইসরায়েলি অভিযানের খবর পাওয়া গেছে, যেখানে সশস্ত্র সংঘর্ষ হয়েছিল।

ইসরায়েলি সৈন্যরা কালকিলিয়া, বেথলেহেম এবং হেবরন শহরের আশপাশের বিভিন্ন শহর ও গ্রামে অভিযান চালায়।

গাজার আল-শিফা হাসপাতালের স্পেশাল সার্জারি ভবনতবে ইসরায়েলি বাহিনী দাবি করছে, আটককৃতদের মধ্যে একজন ফিলিস্তিনি রয়েছে, বৃহস্পতিবার তিনজন ইসরায়েলিকে গুলি করে আহত করার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

এদিকে মিশরের আল কাহেরা নিউজ চ্যানেল বলেছে যে, রবিবার কায়রোতে গাজায় যুদ্ধবিরতির জন্য আবার আলোচনা শুরু হবে।

নেতানিয়াহু সরকারের নিন্দা জানিয়ে এবং বন্দিদের মুক্তির জন্য অবিলম্বে একটি চুক্তির দাবিতে তেল আবিবের রাস্তায় কয়েক হাজার ইসরায়েলি নেমেছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৩২,৭০৫ ফিলিস্তিনি নিহত এবং ৭৫,১৯০ জন আহত হয়েছে।

হামাসের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে সংশোধিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৩৯ জন, কয়েক ডজন এখনও বন্দি।

উল্লেখ্য, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায়। হামলার পরই শুরু হয় গাজার ওপর ইসরায়েলের আক্রমণ। ক্রমাগত নৃশংস হামলায় গাজার উত্তর, দক্ষিণ এবং মধ্যাঞ্চলে ঘরবাড়িসহ অনেক স্থাপনা ধ্বংস হয়ে বীভৎস রূপ ধারণ করেছে গাজায়।

(ঢাকাটাইমস/৩১মার্চ/টিএ/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :