আওয়ামী লীগ দেশের রাজনীতি নষ্ট করে ফেলেছে: মজনু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০২৪, ২১:২৮

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন, আওয়ামী লীগ দেশের রাজনীতিটাকে নষ্ট করে ফেলেছে। তাদের নোংরা রাজনীতির কারণে মানুষ এখন রাজনীতিকে ঘৃণার চোখে দেখে। আজকে জনগণ আছে কিন্তু কথা বলতে পারে না। গণতান্ত্রিক রাজনৈতিক দল রয়েছে, কিন্তু রাজনীতি করতে দেওয়া হচ্ছে না।

রবিবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণের ১৩ নম্বর ওয়ার্ড বিএনপি (উত্তর দক্ষিণ) আয়োজিত দোয়া ইফতার মাহফিলে মজনু এসব বলেন।

রফিকুল আলম মজনু বলেন, আজকে চোর-বাটপাররা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অথচ গণতন্ত্র পুনরুদ্ধারের সৈনিকরা কারাগারে।অবস্থাদৃষ্টিতে মনে হচ্ছে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাজ দেশকে অপরাধ মুক্ত করা নয়, বিএনপি মুক্ত করা।

ঢাকা মহানগর বিএনপির এই নেতা বলেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমে শিক্ষাব্যবস্থা নষ্ট করতে হয়, যা সরকার করছে। বিচার বিভাগকে দলীয়করণ করে আজ বিচার বিভাগকে ধ্বংস করা হচ্ছে। ভোট ডাকাতির মাধ্যমে জনগণের ম্যান্ডেট দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। বিরোধী মতকে দমন করে একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করার অপচেষ্টা চলছে।

১৩ নম্বর দক্ষিণ ওয়ার্ড বিএনপির সভাপতি মীর হোসেন কামালের সভাপতিত্বে উত্তরের সভাপতি গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক একে সিকান্দার কাদের, পল্টন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী হাসিবুল রহমান, পল্টন থানা বিএনপি নেতা এনামুল হক এনাম, এড. হোসাইন আব্দুর রহমান, ফিরোজ আলম পাটোয়ারী, শাহাদাত হোসেন তুহিনসহ পল্টন থানা, ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/৩১মার্চ/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আকবর খান রনোর মরদেহ

শহীদ মিনারে আকবর খান রনোর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা ১১টায়

সাংবাদিক শামছুদ্দীনের মায়ের মৃত্যুতে রওশন এরশাদের শোক

১২ দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

নির্বাচনের পর বিএনপি তাবিজ-দোয়ার দিকে ঝুঁকেছে: হাছান মাহমুদ

আওয়ামী লীগের সঙ্গে লুটেরা আর ভারত ছাড়া কেউ নেই: রিজভী

বাইডেনের চিঠির ফলোআপ করতে আসছেন ডোনাল্ড লু: ওবায়দুল কাদের

বন বিভাগের ৪ লাখ গাছ কাটার সিদ্ধান্তে জিএম কাদেরের উদ্বেগ

নির্বাচনের পর সংকট কেটে যায়নি, আরও বেড়েছে: মির্জা ফখরুল 

এই বিভাগের সব খবর

শিরোনাম :