মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া, ক্ষুব্ধ জাপান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৪, ১২:৫৪
অ- অ+

উত্তর কোরিয়া মঙ্গলবার তার পূর্ব উপকূলে সমুদ্রে একটি মধ্যবর্তী-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী। খবর রয়টার্সের।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ এক বিবৃতিতে বলেছেন, মঙ্গলবার সকাল ৬টা ৫৩ মিনিটে রাজধানী পিয়ংইয়ংয়ের কাকাছকাছি এলাকা থেকে একটি মধ্যবর্তী রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়া বলেছে, ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে পড়ার আগে প্রায় ৬০০ কিলোমিটার উড়েছে। তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুমান করেছে, এটি ৬৫০ কিলোমিটার দূরত্ব এবং সর্বোচ্চ ১০০ কিলোমিটার উচ্চতায় উড়ে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের বিবৃতিতে ক্ষেপণাস্ত্রের ধরণ নিশ্চিত করা হয়নি।

তবে মার্চ মাসে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছিল, কঠিন-জ্বালানী ইঞ্জিন চালিত একটি নতুন মধ্যবর্তী-পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে উত্তর কোরিয়া।

জাপান জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) বাইরে পড়েছে বলে মনে হচ্ছে।

এদিকে মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য উত্তর কোরিয়ার নিন্দা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, উত্তর কোরিয়ার এই ধরনের পদক্ষেপেএ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে প্রভাবিত করেছে।

উত্তর কোরিয়া সম্প্রতি বলেছে, জাপানের সাথে একটি শীর্ষ বৈঠকে তার কোন আগ্রহ নেই এবং যে কোন আলোচনা প্রত্যাখ্যান করবে।

(ঢাকাটাইমস/০২এপ্রিল/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা