ঈদ ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়: রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ এপ্রিল ২০২৪, ২১:৪৫| আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২১:৫১
অ- অ+

পবিত্র ঈদুল ফিতর ধনী-দরিদ্র, উঁচু-নিচুর ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। দেশের দুস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সমাজের বিত্তবান শ্রেণি- এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোমবার এক শুভেচ্ছা বাণীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন।

ঈদের শুভেচ্ছা বার্তায় রওশন এরশাদ বলেন, ঈদ উল ফিতর আমাদের সকলের জন্য শান্তি ও সৌহার্দের বার্তা নিয়ে আসে। তাই সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হবার। এই পবিত্র দিনটি উপলক্ষে বিশ্বে মুসলিম উম্মাহর অব্যাহত সুখ-শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করছি।

ঈদুল ফিতরের প্রাক্কালে জাতির কল্যাণে দলীয় নেতাকর্মীদের স্ব স্ব অবস্থান থেকে আত্মনিয়োগ করার আহ্বানও জানিয়েছেন তিনি।

আরেক শুভেচ্ছা বার্তায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ।

তিনি বলেন, ইসলামের শিক্ষার আলোকে আমরা সকল ভেদাভেদ ভুলে পবিত্র ঈদকে সমানভাবে উপভোগ করতে পারলেই এ দিনের সফলতা খুঁজে পাওয়া যাবে। ইসলামের চেতনার আলোকে মানুষে মানুষে ভ্রাতিত্ববোধ ও সকলের প্রতি সহমর্মিতা জাগ্রত হোক পবিত্র এ দিনে।

(ঢাকাটাইমস/৮এপ্রিল/জেবি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৬ ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
আমরা নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি: প্রধান উপদেষ্টা 
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তহবিল ঘাটতি মোকাবিলার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা