পাবনার আটঘরিয়ায় বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল যুবকের

​​​​​​​পাবনা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৪, ১৫:১১
অ- অ+
আলী হোসেন (ছবি: সংগৃহীত)।

মধ্যরাতে মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়ে প্রাণ গেল আলী হোসেন (২০) নামের এক যুবকের। সময় আহত হয়েছে তার দুই বন্ধু।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পাবনার দেবোত্তর-একদন্ত সড়কের শ্রীকান্তপুর (পুস্তিগাছা) নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন আটঘরিয়া পৌর এলাকার দেবোত্তর ৮নং ওয়ার্ডের মো. মোখলেসুর রহমানের ছেলে।

এলাকাবাসী জানায়, আলী হোসেন, অন্তু রিজভী নামে তিন বন্ধু গভীর রাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। সময় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আলী হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: সাম্প্রতিক জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা ও প্রাসঙ্গিক কিছু প্রশ্ন
বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিএনপি রাজত্বের রাজনীতি করে না: মজনু
‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা