ঈদে কোথাও চিকিৎসাসেবার ব্যাঘাত ঘটেনি: স্বাস্থ্যমন্ত্রী
ঈদে লম্বা ছুটির কবলে দেশ। এর মধ্যেও দেশের কোনো হাসপাতালে স্বাস্থ্যসেবার ব্যাঘাত ঘটেনি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মন্ত্রী হিসেবে এটা আমার প্রথম ঈদ। আমি আশা করছি দেশের মানুষ খুব সুন্দরভাবে ঈদ পালন করছেন।’
তিনি বলেন, ‘আমি গতকালও (বুধবার) কয়েকটা হাসপাতালে গিয়েছিলাম। আজকে আরও কয়েকটি হাসপাতালে যাবো। গতকাল দুটি হাসপাতালে গিয়েছি, দুই জায়গায়ই আমি পর্যাপ্ত ডাক্তার, নার্স পেয়েছি। আমি সন্তুষ্ট। রোগীদের সঙ্গেও আমি কথা বলেছি। কেউ কোনো অভিযোগ করেনি।’
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘আজ সকালেও দেশের সকল হাসপাতালের পরিচালকদের ম্যাসেজ পাঠিয়েছি। আমি এখন পর্যন্ত যতটুকু জানি, সব জায়গায়ই চিকিৎসা চলছে। কোথাও ব্যাঘাত ঘটেনি।’
মুগদা হাসপাতালে ঈদে রোগীদের কী কী খাবার দেওয়া হয়েছে- জানতে চাইলে পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামান বলেন, ‘সকালে ডিম, পাওয়া রুটি সেমাই ও কলা দেওয়া হয়েছে। আর দুপুরের খাবার পোলাও, ডিম, মাংস ও বুটের ডাল। এছাড়া দুপুরের খাবারে সঙ্গে মিষ্টিও দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘জানতাম মন্ত্রী আসবেন। কিন্তু কখন আসবেন, তা জানা ছিল না। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে প্রবেশ করার পর আমি জানতে পেরেছি। আমি আগে থেকেই মন্ত্রীর অপেক্ষায় ছিলাম।’
হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১১এপ্রিল/টিআই/এজে)
মন্তব্য করুন