সাভারে ট্রান্সমিটার বিস্ফোরণ, পুড়ে গেল পোশাক কারখানা

সাভার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৪, ১৬:০৮
অ- অ+

সাভারে ট্রান্সমিটার বিস্ফোরণের পর ওয়েক্স ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। এতে কারখানাটির প্রায় ৭০ লাখ টাকার যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে ট্রান্সমিটার বিস্ফোরণে রাজফুলবাড়িয়া এলাকার ওয়েক্স ফ্যাশন পোশাক কারখানায় আগুন লাগে। পরে স্থানীয়রা ট্যানারি ফায়ার স্টেশনে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়।

বিষয়টি নিশ্চিত করে সাভার চামড়া শিল্পনগরী (ট্যানারি) ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আশরাফুল ইসলাম রনি জানান, দুপুর ১২টা ২০ মিনিটে আমাদের কাছে অগ্নিকাণ্ডের খবর আসে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ট্যানারি ফায়ার স্টেশনের দুটি ইউনিট, সাভার ফায়ার স্টেশনের দুটি ও ঢাকা থেকে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। মূলত ট্রান্সমিটার বিস্ফোরণের কারণে ওই কারখানার আগুন লাগে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৭০ লাখ টাকা বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে 
মাদারীপুরে উচ্চ শব্দে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১০
সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ
রংপুরে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা