জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে মাহুতের ছেলে নিহত
ঢাকার জাতীয় চিড়িয়াখানায় হাতির আঘাতে মাহুতের ছেলে নিহত হয়েছে।
বৃহস্পতিবার ঈদের দিন বেলা ১১টায় এ ঘটনা ঘটে।
চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজাদ আলি নামে চিড়িয়াখানার মাহুত বেলা ১১টায় তার ছেলে জাহিদকে নিয়ে হাতির বেষ্টনীর ভেতরে ঢোকেন। তখন হাতির পরিচর্যা করা হচ্ছিল। এসময় নতুন একজনকে দেখে হাতিটি অতর্কিতে আক্রমণ করে মাহুতের ছেলেকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয়।
বেলা ১১টায় এ ঘটনা ঘটলেও খবরটি জানাননি মাহুত। তিনি নিজেই সিএনজিতে তুলে হাসপাতালে নেওয়ার সময় পথে ছেলেটি মারা যায়। এরপর রাস্তা থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
(ঢাকাটাইমস/১১এপ্রিল/এফএ)
মন্তব্য করুন