যে কারণে সালমান খানকে বিয়ে করতে চাননি জুহি চাওলা

ক্যারিয়ারের শুরুতেই সালমান খানের সঙ্গে কাজের সুযোগ এসেছিল জুহি চাওলার হাতে। তবে নানা কারণে তা হয়ে ওঠেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জুহিকে তা নিয়ে প্রশ্ন করা হয়। শুধু তাই নয়, সালমানের দেওয়া এক সাক্ষাৎকারের বিয়ের প্রসঙ্গ টেনেও জবাব চাওয়া হয় তার কাছে।
একটি পুরনো ভিডিও হঠাৎই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে ভাইজানকে বলতে শোনা যায়, তিনি জুহির বাবার কাছে গিয়ে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ৯০-এর দশকের ওই ভিডিওতে সালমান জানান, তাকে প্রত্যাখ্যান করে দেন জুহির বাবা।
এর কারণ প্রসঙ্গে অভিনেতার জবাব ছিল, ‘বিলে ফিট করেনি’। ১৯৯৫ সালে ব্যবসায়ী জয় মেহতাকে বিয়ে করেন জুহি।
সালমানের সেই বক্তব্য প্রসঙ্গে জানতে চাওয়া হলে জুহি হেসে জবাব দেন, ‘সে সময় আমি সবে ক্যারিয়ার শুরু করেছি এবং তখনও সালমান খান তারকা হয়ে ওঠেননি। সে সময় একটা সিনেমা আমার হাতে এসেছিল। তিনিই ছিলেন প্রধান অভিনেতা। সে সময় আমি কাউকেই চিনতাম না ইন্ডাস্ট্রিতে, আমির খানকেও নয়। কিন্তু কোনো কারণে সিনেমাটা করা সম্ভব হয়নি আমার।’
‘কিন্তু আজ অবধি দেখা হলে এটা মনে করিয়ে দেয়ার কোনো সুষোগ ও ছাড়ে না। বলতে থাকে, ‘তুমি তো আমার সঙ্গে সিনেমাটা করোনি’। আমরা খুব কমই একসঙ্গে সিনেমা করেছি। তবে অনেক শো করেছি। স্টেজ শো। দিওয়ানা মাস্তানায় ওর কেমিও ছিল।’
দিওয়ানা মাস্তানা সিনেমায় একসঙ্গে কাজ করেছেন সালমান ও জুহি। পুরনো ভিডিওতে সালমান জুহিকে ‘খুব মিষ্টি, আদুরে মেয়ে’ বলেন এবং যোগ করেন, ‘আমি তো ওর বাবাকে জিজ্ঞেসও করেছিলাম, ‘তিনি আমার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন কি না!’
কিন্তু সালমানকে বিয়ে করতে রাজি হননি জুহি। প্রত্যাখ্যানের কারণ জানতে চাওয়া হলে সালমান বলেছিলেন, ‘আমার ধারণা বিলটি মানানসই ছিল না।’
(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এজে)

মন্তব্য করুন