মসজিদের ইমামকে পেটালেন ইউপি চেয়ারম্যান

বরিশালের বাকেরগঞ্জে মসজিদের ইমামকে পেটালেন ইউপি চেয়ারম্যান সহিদ হাওলাদার। চেয়ারম্যানের এমন কর্মকাণ্ডে সমালোচনার ঝড় বইছে এলাকা জুড়ে।
শুক্রবার বিকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ৩নং দাঁড়িয়াল ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মো. জুবায়ের হোসেন সোহান ওই ইউনিয়নের বামনিকাঠি গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদের ইমাম।
তিনি বলেন, শুক্রবার আসরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হওয়ার পরপরই ইউনিয়ন চেয়ারম্যান সহিদ হাওলাদার আমাকে অকথ্য ভাষায় গালাগাল করে মারধর করেন। এ মসজিদে আর কখনো ইমামতি করলে আমাকে মেরে ফেলবে বলেও হুমকি দেন।
জানা যায়, হাওলাদার বাড়ির পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ইমামকে মারধর করেছেন চেয়ারম্যান সহিদ হাওলাদার। মারধরের সময় উপস্থিত একাধিক ব্যক্তি চেয়ারম্যান সহিদ হাওলাদারকে বাধা দিলেও তিনি কোনো ভ্রূক্ষেপ করেননি।
ঐ মসজিদের মুসল্লি আব্দুল লতিফ হাওলাদার বলেন, আসরের নামাজ পড়ে বের হওয়ার পর চেয়ারম্যান সহিদ হাওলাদার ইমাম সাহেবকে মারধর করেন। হাওলাদার বাড়ির নিজেদের মধ্যে ঝামেলা নিয়ে মসজিদের ইমামকে মারধর করার এই ঘটনা খুবই দুঃখজনক।
আরেক মুসল্লি জাকির হাওলাদার বলেন, একজন ইমামের গায়ে হাত দেওয়া মানে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা। আমরা এটার যথাযথ বিচার চাই।
এ বিষয়ে জানতে চেয়ারম্যান সহিদ হাওলাদারের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
(ঢাকাটাইমস/১৩এপ্রিল/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন