নিউইয়র্কে প্রদর্শিত হবে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হবে শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’। এটি নির্মাণ করেছেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার ইভান মনোয়ার।
উপমহাদেশের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন স্মরণে নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে ২০-২১ এপ্রিল আয়োজন করা হয়েছে এই চলচ্চিত্র উৎসবের। সেখানে ‘প্যাসেঞ্জার’ প্রদর্শিত হবে ২১ এপ্রিল রবিবার স্থানীয় সময় বেলা ১১টা ১০ মিনিটে।
এই উৎসবে ঢাকা ও কলকাতার শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিল। এর মধ্যে থেকে নির্বাচিত সিনেমাগুলো প্রদর্শিত হবে।
ঢাকা শহরে শাহাদাত-বিলকিসের প্রেম-বিশ্বাসঘাতকা এই শর্ট ফিল্মের মূল উপজীব্য। শর্ট ফিল্মটি প্রযোজনা করেছে প্যান্টাগন ফিল্মস। শর্ট ফিল্মটিতে শাহাদাত চরিত্রে অভিনয় করেছে মীর রাব্বি এবং বিলকিস চরিত্রে অভিনয় করেছে সাদিয়া মাহি।
‘প্যাসেঞ্জার ইতোমধ্যে ‘ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’- এ জিতে নিয়েছে ‘বেস্ট স্টোরি অ্যাওয়ার্ড’ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টে প্রদর্শিত হওয়ার পর দর্শক পপুলার চয়েজে ছিল।
আগামী ২ জুন থেকে লন্ডনে শুরু হতে যাওয়া ২৫তম ‘রেইনবো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্ট’- এও প্রদর্শিত হতে যাচ্ছে ‘প্যাসেঞ্জার’। এমনটাই জানিয়েছে নির্মাতা কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/১৫এপ্রিল/এমআই/এজে)

মন্তব্য করুন