এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৪, ১৬:৪৫
অ- অ+

প্রতিপক্ষের মাঠে দারুণ জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার পথে কিছুটা এগিয়ে আছে বার্সেলোনা। দ্বিতীয় লেগের ম্যাচ নিজেদের মাঠে হলেও পিএসজি যে সহজে হাল ছাড়বে না, ভালো করেই জানেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। ঘরের মাঠে হলেও ফরাসি চ্যাম্পিয়নদের বিপক্ষে ভুগতে হবে ধরেই নিয়েছেন কাতালান ক্লাবটির কোচ। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাই যেকোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকার কথা বলেছেন তিনি।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির মাঠ থেকে ৩-২ গোলে জিতে এসেছে বার্সেলোনা। মঙ্গলবার (১৬ এপ্রিল) শেষ আটের দ্বিতীয় লেগে ফরাসি ক্লাবটির মুখোমুখি হবে বার্সা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের সেরাটা দিয়ে পিএসজির বিপক্ষে জয় পেতে মরিয়া বার্সেলোনা। ক্লাবটির কোচ বলেন, ‘ফুটবলের বড় ধরনের লড়াই হতে যাচ্ছে। পিএসজির কাছ থেকে বল ছিনিয়ে নিতে চাইব এবং ম্যাচটি জেতার চেষ্টা করব। আশা করি, নিজেদের সেরাটা দিতে পারব।’

পিএসজি ম্যাচকে সামনে রেখে জাভি আরও বলেন, ‘যে অবস্থায় আছি, সেটা নিয়ে আমরা খুশি ও গর্বিত। আমার মনে হচ্ছে, দারুণ কিছু মুহূর্ত পেতে যাচ্ছি এবং আমি রোমাঞ্চিত। আমাদের আবেগ ও মেজাজকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা বাঁচা-মরার ম্যাচ। দলের সেরা দিক ও রূপ দেখাতে চাই। আমাদের সমর্থকদের আরও বেশি সমর্থন করতে হবে কারণ পিএসজি আমাদের ভোগাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’

অন্যদিকে প্রথম লেগে হেরে গেলেও আত্মবিশ্বাসে টইটুম্বুর পিএসজি। তাদের কথায়, চলনে-বলনে সেটাই বুঝিয়ে দিচ্ছেন বার বার। শেষ চারে জায়গা করে নিতে শুধু জয় পেলেই চলবে না অতিথিদের, সঙ্গে মেলাতে হবে গোল সংখ্যার হিসেব। যদিও এর কোনো কিছুই ধর্তব্যের মধ্যে নিচ্ছেন না এনরিকে। তার পরিস্কার কথা জিততেই এসেছেন অলিম্পিক লুইস কোম্পানিতে।

ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘ছেলেদের ওপর পূর্ণ আস্থা আছে। আমরা এখানে স্কোরলাইন বদলে দিতে এসেছি। প্রথম লেগের লড়াইটা দারুণ হয়েছে। তবে আমাদের যেটা প্রাপ্য ছিল, সেটা ফলাফলে দেখা যায়নি। আমরা এখানে জয়ের জন্য এসেছি।’

কোয়ার্টারের ওই ম্যাচটা হারার আগে টানা ২৭ ম্যাচ অপরাজিত ছিল পিএসজি। কিন্তু সেই অজেয় যাত্রা থেমে গেছে বার্সার হাতে। যদিও সেই শঙ্কাকে একেবারেই উড়িয়ে দিলেন এনরিকে।

তিনি বলেন, ‘আমরা প্রথম মিনিট থেকে তাদের চেপে ধরব। বল দখলের লড়াইয়ে বার্সাকে হারাতেই হবে। তাদের স্বাভাবিক ছন্দে না থাকতে দিলেই আমাদের অর্ধেক কাজ হয়ে যাবে। আমি প্যারিসে জয় নিয়ে ফিরতে চাই।’

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা