ঈদের ফিরতি যাত্রায় লঞ্চ-ট্রেন-বাসে যাত্রীর চাপ

মেহেদী হাসান, ঢাকা টাইমস
| আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৯:৩৭ | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৪, ১৯:২১
শরীয়তপুর থেকে ছেড়ে আসা একটি বাসে দীর্ঘপথে দাঁড়িয়েও যাত্রী আসতে দেখা যায়

ঈদযাত্রা শেষে ফিরতির চতুর্থ দিনে ঢাকাগামী যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে সকাল থেকেই। টানা কয়েক দিনের ছুটি কাটিয়ে অধিকাংশ যাত্রী এরই মধ্যে ঢাকা ফিরলেও ঈদের চতুর্থ দিন সকাল থেকে দেখা গেছে পরিবার সঙ্গে নিয়ে ঢাকা ফিরছেন অনেকে। ফিরতি যাত্রার প্রথম তিন দিন মোটামুটি চাপ থাকলেও মঙ্গলবার যাত্রীদের চাপ ছিল আরও বেশি।

সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনে সরেজমিন ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থাপনার কারণে ১০ দিন আগে থেকেই ট্রেনের টিকিট বিক্রি করছে রেলওয়ে। তাই পূর্ব নির্ধারিত সময়ে ফিরছেন ট্রেন যাত্রীরা। এছাড়া দূরপাল্লার বাসে করে পরিবার নিয়ে ঢাকায় আসতে দেখা গেছে অনেককেই। লঞ্চে করেও স্বস্তিতে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছেন যাত্রীরা। ঢাকা-চাঁদপুর রুটে যাত্রীদের যাতায়াত বেশি থাকায় আধা ঘণ্টা পর পর লঞ্চের ব্যবস্থা করতেও দেখা গেছে।

ঢাকা-ডামুড্যা রুটের এম ভি কাজল লঞ্চের যাত্রী সুমন মিয়া ঢাকা টাইমসকে বলেন, ‘লঞ্চে আজ হিবিজিবি অবস্থা। ঢাকা গিয়ে অফিসে করতে হবে। ভাবলাম কয়েকদিন পরে ঢাকা যাচ্ছি লঞ্চে ভিড় কম থাকবে। লঞ্চে উঠে দেখলাম ঈদ পরবর্তী কয়েকদিনের তুলনায় আজকে যাত্রী সংখ্যা বেশি।’

ট্রেনে করে সিলেট থেকে ঢাকায় আসা এনজিও কর্মকর্তা আকলিমা বেগমের সঙ্গে কথা হয় ঢাকা টাইমসের। তিনি বলেন, ‘ঢাকায় আসা ট্রেনগুলোতে যাত্রীদের ভিড় অনেক বেশি ছিল। ঈদের চারদিনের মাথায় এত ভিড় হবে জানলে আগেই চলে আসতাম। ভাবছিলাম এখন একটু স্বস্তিতে ঢাকায় ফিরতে পারবো কিন্তু তা আর হলো না। যদিও ট্রেনের টিকিট কেটেছি আরও কয়েকদিন আগে।’

ঈদের ছুটি কাটিয়ে শরীয়তপুরে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরেছেন মিজানুর রহমান। তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘শরীয়তপুরে বাস তেমন দাঁড়িয়ে নেই। প্রতি দশ মিনিট পর পরই বাস ছেড়ে আসছে ঢাকার উদ্দেশ্যে। বাসের সংখ্যা বেশি হওয়ায় যাতায়াত করতে কোনো অসুবিধা হয়নি। বাসের সিট ভাড়া কমালে এই অঞ্চলের মানুষ বাসেই যাতায়াত বাড়বে।’

(ঢাকাটাইমস/১৬ এপ্রিল/এমএইচ/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :