বাসর করেই স্বামী পলাতক! শ্বশুরবাড়িতে অবস্থান নববধূর

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৭
অ- অ+

মোর্শেদা খানম (২০) ও নিশাত শেখের প্রেমের বিয়ে। কিন্তু বাসর রাত কাটিয়েই পরদিন নববধূকে শ্বশুরবাড়িতে রেখে পলাতক স্বামী নিশাত। উপায়ন্তর না দেখে স্ত্রীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অবস্থান নিয়েছেন ওই নববধূ।

বুধবার সকালে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে নিশাতদের বাড়িতে আসেন ভুক্তভোগী মোর্শেদা। তার উপস্থিতি টের পেয়ে ঘরে তালা দিয়ে পরিবারসহ পালিয়েছেন নিশাত। বুধবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেয়েটি তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।

জানা গেছে, অভিযুক্ত স্বামী নিশাত ফুলবাড়িয়া গ্রামের মো. দুলাল শেখের ছেলে। ভুক্তভোগী ওই নববধূ পাশের সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের সিদ্দিক সর্দারের মেয়ে। তাকে দেখতে নিশাতদের বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক পাড়া-প্রতিবেশী।

ভুক্তভোগী মোর্শেদা অভিযোগ করে বলেন, ‘নিশাতের সঙ্গে আমার ফেসবুকে পরিচয়। এরপর টানা ৯ মাস ধরে চলে প্রেম। সেই সুবাদে নিশাত মাঝেমধ্যে আমাদের বাড়িতে আসতো। একপর্যায়ে গত ৯ এপ্রিল তার সম্মতিতেই আমাদের বাড়িতে বিয়ে সম্পন্ন করা হয়।’

নববধূর দাবি, ‘আমার সঙ্গে বাসর রাত কাটিয়ে পরদিন সকালে আমাদের বাড়ি থেকে পালিয়ে এসেছে নিশাত। এরপর গত এক সপ্তাহ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এ জন্য আমি আমার স্বামীর বাড়িতে চলে এসেছি। কিন্তু তারা সবাই পালিয়েছে। স্ত্রীর স্বীকৃতি না পেলে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই।’

এ বিষয়ে বুধবার রাত ১০ টার দিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান ঢাকা টাইমসকে বলেন, ‘ট্রিপল নাইনে ফোন করে বিষয়টি আমাদের জানান ওই তরুণী। তবে কোনো অভিযোগ করেননি। তার পরিবার যদি সহযোগিতা চায়, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশ যেতে দেওয়া হল না পার্থর স্ত্রীকে
ট্রাম্পকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ সালমান, বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন করার অনুরোধ
দুদকের মামলায় দণ্ডের বিরুদ্ধে ডা. জুবাইদার আপিল গ্রহণ
চিকিৎসাসেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা