বাসর করেই স্বামী পলাতক! শ্বশুরবাড়িতে অবস্থান নববধূর

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৭

মোর্শেদা খানম (২০) ও নিশাত শেখের প্রেমের বিয়ে। কিন্তু বাসর রাত কাটিয়েই পরদিন নববধূকে শ্বশুরবাড়িতে রেখে পলাতক স্বামী নিশাত। উপায়ন্তর না দেখে স্ত্রীর স্বীকৃতির দাবিতে শ্বশুরবাড়িতে অবস্থান নিয়েছেন ওই নববধূ।

বুধবার সকালে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে নিশাতদের বাড়িতে আসেন ভুক্তভোগী মোর্শেদা। তার উপস্থিতি টের পেয়ে ঘরে তালা দিয়ে পরিবারসহ পালিয়েছেন নিশাত। বুধবার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেয়েটি তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।

জানা গেছে, অভিযুক্ত স্বামী নিশাত ফুলবাড়িয়া গ্রামের মো. দুলাল শেখের ছেলে। ভুক্তভোগী ওই নববধূ পাশের সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের সিদ্দিক সর্দারের মেয়ে। তাকে দেখতে নিশাতদের বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক পাড়া-প্রতিবেশী।

ভুক্তভোগী মোর্শেদা অভিযোগ করে বলেন, ‘নিশাতের সঙ্গে আমার ফেসবুকে পরিচয়। এরপর টানা ৯ মাস ধরে চলে প্রেম। সেই সুবাদে নিশাত মাঝেমধ্যে আমাদের বাড়িতে আসতো। একপর্যায়ে গত ৯ এপ্রিল তার সম্মতিতেই আমাদের বাড়িতে বিয়ে সম্পন্ন করা হয়।’

নববধূর দাবি, ‘আমার সঙ্গে বাসর রাত কাটিয়ে পরদিন সকালে আমাদের বাড়ি থেকে পালিয়ে এসেছে নিশাত। এরপর গত এক সপ্তাহ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এ জন্য আমি আমার স্বামীর বাড়িতে চলে এসেছি। কিন্তু তারা সবাই পালিয়েছে। স্ত্রীর স্বীকৃতি না পেলে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই।’

এ বিষয়ে বুধবার রাত ১০ টার দিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান ঢাকা টাইমসকে বলেন, ‘ট্রিপল নাইনে ফোন করে বিষয়টি আমাদের জানান ওই তরুণী। তবে কোনো অভিযোগ করেননি। তার পরিবার যদি সহযোগিতা চায়, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ভাঙ্গা-রাজবাড়ী-ঢাকা রুটে আসছে নতুন ২ জোড়া ট্রেন

‘৭ জানুয়ারি আ.লীগ প্রার্থীকে জেতাতে অপকর্ম করেছি’, আ.লীগ নেতার বক্তব্য ভাইরাল

পিরোজপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

গজারিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রশ্নফাঁসে জড়িত ডা. তারিমের ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

পূবাইলে পানি ও খাবার স্যালাইন বিতরণ

চাঁদপুরে ইলিশ ধরার প্রস্তুতি জেলেদের

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা যশোরে

সিলেটের ৪ উপজেলায় ২৫ চেয়ারম্যান প্রার্থী, ৯ জন স্বশিক্ষিত

পাইনাপেল সিল্ক উৎপাদনে আমাদের সহযোগিতা থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :