ভারতে প্রথম দফায় লোকসভা নির্বাচন শুরু শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৩:৫১ | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ১৩:৪৪

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে ১৮তম সংসদীয় নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুক্রবার (১৯ এপ্রিল)। এদিন দেশটির ১৭টি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে ১০২টি আসনে। ১৯ এপ্রিল থেকে আগামী ১ জুন পর্যন্ত মোট সাতটি ধাপে অনুষ্ঠিত হবে দেশটির ১৮তম সংসদীয় নির্বাচন।

ভারতের নির্বাচন কমিশন তথ্য অনুসারে, শুক্রবার প্রথম দফায় সবচেয়ে বেশি ভোটগ্রহণ হচ্ছে তামিলনাড়ুতে। রাজ্যটির ৩৯টি লোকসভা আসনের সবকটিতেই ভোটগ্রহণ হবে প্রথম দফায়। পাশাপাশি বিহারের চার, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের ছয়, উত্তরপ্রদেশের আট আসন, রাজস্থানের ১২ আসনে ভোটগ্রহণ হবে।

এদিকে পশ্চিমবঙ্গের তিনটি- কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি আসনে ভোট হবে শুক্রবার। মণিপুর, অরুণাচল এবং মেঘালয়ের দুটি করে আসনেও ভোটগ্রহণ হবে। এছাড়া একটি করে আসনে ভোটগ্রহণ হবে ছত্তীসগড়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবার, লক্ষদ্বীপ এবং পন্ডিচেরিতে।

অন্যদিকে লোকসভার পাশাপাশি অরুণাচল প্রদেশের ৬০টি এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনের সবকটিতেই ভোটগ্রহণ হবে শুক্রবার।

এবার দেশটির নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ৯৬ কোটি, তারাই বেছে নেবেন ৫৪৩টি লোকসভা আসন থেকে কারা পার্লামেন্টে যাবেন।

প্রসঙ্গত, ভারতের বর্তমান লোকসভার মেয়াদ ১৬ জুন শেষ হবে। মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন হাউজ গঠন করতে হয়। একই সঙ্গে অন্ধ্র প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ ও ওড়িশার বিধানসভাগুলো জুনের বিভিন্ন তারিখে তাদের মেয়াদ শেষ করতে চলেছে।

নির্বাচনের ধাপ সম্পর্কে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমার বলেন, ‘আমাদের ৯৭ কোটি নিবন্ধিত ভোটার রয়েছে। এর মধ্যে ১ কোটি ৮০ লাখ নতুন ভোটার এবং ২০ থেকে ২৯ বছর বয়সি প্রায় সাড়ে ১৯ কোটি ভোটার রয়েছে। আমাদের মোট ভোটার কয়েকটি মহাদেশের সম্মিলিত ভোটারের চেয়েও বেশি। সাড়ে ১০ লাখের বেশি ভোটকেন্দ্র, দেড় কোটি ভোটগ্রহণ কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা। ৫৫ লাখের বেশি ইভিএম, ৪ লাখ যানবাহন।’

সিইসি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রায় ৩ লাখ ৪০ হাজার কর্মী সমন্বিত কেন্দ্রীয় বাহিনীর ৩ হাজার ৪০০টি কোম্পানির সমন্বয়ে ৬ থেকে ৭ ধাপে ভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ এক মাসের বেশি সময় ধরে হতে পারে।

২০১৯ সালের লোকসভা নির্বাচন ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত সাতটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল এবং ফল ঘোষণা করা হয়েছিল ২৩ মে।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এমআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

যুদ্ধবিরতি চুক্তি না হলে ৭২ ঘণ্টার মধ্যে রাফাহতে আক্রমণ চালাবে ইসরায়েল

গাদ্দার বলেছিলেন মমতা, দেরিতে হলেও পাল্টা দিলেন মিঠুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতিতে বড় সুবিধাভোগী উত্তর-পূর্ব ভারত: জয়শঙ্কর

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউর দেশগুলো 

ইসরায়েলি সেনাবাহিনীর ৫ ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবিতে ৫১ অভিবাসী নিখোঁজ

প্রিন্টার, জৈব কালি দিয়ে তৈরি হচ্ছে কৃত্রিম ‘রক্তনালি’!

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ কর্মকর্তা নিহত

পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে নিহত ২৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :