সখীপুরে গৃহবধূর আত্মহত্যা 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ১৯:৫৪
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে সোহানা আক্তার সুমি (১৯) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেতুয়া গ্রামে বাবার বাড়ির বসত ঘর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত সোহানা আক্তার সুমি বাসাইল উপজেলার বার্তা গ্রামের জুয়েল রানার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সোহানার সাথে প্রায় ৬-৭ মাস আগে জুয়েল রানার সঙ্গে বিয়ে হয়। ঈদের মধ্যে সোহানা বাবার বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে তার মা ছোট দুই বোনকে গোসল করাতে নিয়ে যান। এ সময় সোহানা ঘরের মধ্যেই বসেছিলেন। গোসল শেষে তার মা আর বোনেরা ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কিন্তু কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে গিয়ে দেখে সোহানা গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।

সখীপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ খোঁজে না পাওয়া গেলেও সখীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকা টাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে আজ
ঢালিউডের ‘মহানায়ক’ মান্নাকে হারানোর ১৭ বছর
মানুষের কিছু ভুলে বাড়ছে অগ্ন্যাশয়ের ক্যানসার! জানুন, সাবধান হোন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পাঁচ গাড়ির সংঘর্ষ, আহত ২০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা