আলফাডাঙ্গায় দ্রুতবিচার আইনের মামলায় ১৯ আসামি কারাগারে

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ২২:৫৭| আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ২৩:২৮
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুতবিচার) আইনের একটি মামলায় ১৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক অরূপ কুমার বসাক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী উৎপল মুখার্জি জানান, জেলার আলফাডাঙ্গা উপজেলার বারইপাড়া গ্রামের মৃত. হাকিম শেখের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে দ্রুতবিচার আইনে একই এলাকার ইকরাম মিয়া, লিটন ফকির, বাবু শেখ ও নাজমুল শেখসহ ৩৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার আসামিরা স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়ে ওই মামলায় জামিন আবেদন করলে আদালত ১৯ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের ইকরাম মিয়ার নেতৃত্বে অভিযুক্তরাসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জন ভুক্তভোগী মিজানুর রহমানের বাড়ির সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং ত্রাস সৃষ্টি করে। একপর্যায়ে অভিযুক্তরা মিজানুর রহমানের বাড়িঘর ও সিসি ক্যামেরা ভাঙচুর করে তাদের প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়।

মামলার আসামি পক্ষের আইনজীবী মো. সুজন ফকির জানান, 'দ্রুতবিচার আইনের একটি মামলায় ৩৩ জনের জামিন আবেদন করা হলে ১৪ জনের জামিন মঞ্জুর করেছে আদালত।'

আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, 'অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি ও ত্রাস সৃষ্টি পূর্বক ব্যক্তির সম্পত্তি ক্ষতিসাধন করায় দ্রুতবিচার আইনে একটি মামলা রুজু করা হয়।'

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা