নোয়াখালীতে মিয়ানমার থেকে চোরাই পথে আসা পাঁচ টন কফি জব্দ

নোয়াখালীর সুবর্ণচরে পাঁচ টন উন্নত জাতের কফি পাউডার জব্দ করেছে পুলিশ। কফি বহনকারী কাভার্ডভ্যানের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত কফিগুলো মিয়ানমার থেকে অবৈধভাবে নৌপথে আনা হয়েছে বলে ধারণা পুলিশের।
বৃহস্পতিবার দিনগত রাত পৌঁনে ১২টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে কাভার্ডভ্যানসহ কফিগুলো জব্দ করে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় হয়। এর আগে বিকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানটি জব্দ করে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে হাতিয়ার চানন্দি ইউনিয়নের জনতার ঘাট থেকে দুটি কাভার্ডভ্যান মাইজদী প্রধান সড়কের উদ্দেশ্যে রওনা দিলে তাদের গতিবিধি সন্দেহ হয়৷ এসময় স্থানীয়রা ধাওয়া করলে একটি কাভার্ডভ্যান পালিয়ে গেলেও অন্যটি সুবর্ণচরের মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে সড়কের পাশে খাদে পড়ে যায়।
পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে গিয়ে প্রায় পাঁচ টন কফির পাউডারসহ কাভার্ডভ্যানটি জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় চালক ও তার সহকারী কোনো বৈধ চালানের কপি দেখাতে পারেনি। পরে তাদের আটক করা হয়।
পুলিশের ধারণা, মিয়ানমার থেকে নৌপথে শুল্ক ফাঁকি দিয়ে এসব কফি পাউডার চোরাই পথে বাংলাদেশে আনা হয়েছে। এগুলো হাতিয়ার জনতার ঘাট থেকে কাভার্ডভ্যানে ঢাকার দিকে নেওয়া হচ্ছিল।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন জানান, ‘প্রাথমিকভাবে জব্দকৃত পাউডার গুলো কফির পাউডারই মনে হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এজে)

মন্তব্য করুন