শিক্ষামন্ত্রীকে বলেছি স্কুলগুলো এক সপ্তাহ বন্ধ রাখতে: স্বাস্থ্যমন্ত্রী

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৪, ২৩:২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন তিনি শিক্ষামন্ত্রীকে আরও একসপ্তাহ স্কুলগুলো বন্ধ রাখার কথা বলেছেন।

শনিবার দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজ ভবন উদ্ভোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি কিছুক্ষন আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরা আরও এক সপ্তাহ স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। আমাদের কিছু নির্দেশনা আছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেগুলো সবজায়গায় দেওয়া হবে। যারা বয়স্ক এবং শিশু রয়েছেন তারা যেন প্রয়োজন না থাকলে ঘরের বাইরে বের না হয়। আর বাকি যে নির্দেশনা সেগুলোও জানিয়ে দেওয়া হবে।’

মনোনীতদের শুভেচ্ছা উপহার তুলে দেন স্বাস্থ্যমন্ত্রীডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আমি সাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এ জন্য উপজেলা লেভেলের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আরো উন্নতিকরণ করে যেন গ্রামিণ জনপদের সাধারণ মানুষ উন্নত চিকিৎসা পায় সে ব্যবস্থা করবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভ্যালরী টেইলর, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ও সিআরপির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/প্রতিনিধি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

জনস্বার্থকে গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করা জরুরি: রিজওয়ানা হাসান 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মেহেদীকে শোকজ

সাইবার নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে মামলাও বাতিল হবে: আইন উপদেষ্টা

ছাত্র-জনতার বিপ্লবে বিদেশি শক্তির কৃতিত্ব নেই: মাহমুদুর রহমান

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সদা প্রস্তুত: সেনাপ্রধান

বনভূমিতে গারোদের অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান

সরকারি সফরে চীন গেলেন বিমান বাহিনী প্রধান

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির বাসে আগুন 

আইন উপদেষ্টাকে সুইজারল্যান্ডে হেনস্তাকারীদের পরিচয় জেনে নিন…

'শহীদ গোলাম নাফিজকে বহনকারী রিকশাটি গণভবন স্মৃতি জাদুঘরে রাখা হবে'

এই বিভাগের সব খবর

শিরোনাম :