ফেনীতে ৮টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ১

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৪, ১৭:৩৯| আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৮:৩০
অ- অ+

ফেনীতে ৮টি গরুসহ আবুল কাশেম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

একই দিন জেলার ফুলগাজী উপজেলার জিএম হাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকার একটি বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত কাশেম ওই বাড়ির আবদুল মালেকের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া গরুগুলোর মধ্যে দুটি গরু জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম দেবপুর এলাকার জাফর আহম্মেদের স্ত্রী আকলিমা আক্তারের।

ব্যাপারে জানতে চাইলে ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাঈন উদ্দিন জানান, গত ১৫ এপ্রিল দিবাগত রাতে গরু দুটি চুরি যাওয়ার ঘটনায় গত ১৭ এপ্রিল থানায় মামলা দায়ের করেন ওই নারী।

পরে স্থানীয়দের সহযোগিতায় একসপ্তাহ ধরে অনেক খোঁজা খুজির পর পাশের উপজেলা ফুলগাজীর ওই বাড়ি থেকে দুটি গরুর সঙ্গে আরও ৬টিসহ মোট ৮টি গরু উদ্ধার করে পুলিশে হস্তান্তর করেন ভুক্তভোগীর স্বজনরা।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান, চোরের হাত থেকে উদ্ধারকৃত বাকি ৬টি গরুও মূল মালিকের নিকট হস্তান্তর করতে চায় পুলিশ। এজন্য উপযুক্ত প্রমাণসহ প্রকৃত মালিকগণকে দ্রুত ছাগলনাইয়া থানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা