হরিণাকুণ্ডে অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৪, ১৮:৫৬| আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২০:২০
অ- অ+

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুই স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি শাহিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে তাকে উপজেলার রিশখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত শাহিন উপজেলার সোনাতনপুর গ্রামের নজির উদ্দিনের ছেলে।

গত ৩১ মার্চ রাতে প্রেমের সম্পর্ক ধরে রাকিব সম্রাট নামে দুজন একই এলাকার দুই স্কুলছাত্রীকে অপহরণ করে। পরে রাকিব সম্রাট তাদের সহযোগী শাহিনসহ অজ্ঞাত - জনের সহযোগিতায় ভিকটিমের কাছ থেকে স্বর্ণালংকার টাকা-পয়সা ছিনিয়ে নেন। পরে ওই দুই ভিকটিমকে সংঘবদ্ধ ধর্ষণের চেষ্টা করে। ঘটনায় ভুক্তভোগী এক ছাত্রীর বাবা বাদী হয়ে ওই দিন রাতেই থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার একদিন পরে গত এপ্রিল রাতে ওই মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন এপ্রিল তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের সোনাতনপুর গ্রামের রব মণ্ডলের ছেলে রাকিব (২০), রবিউল মণ্ডলের ছেলে সম্রাট (২১), রইচ উদ্দিনের ছেলে রবিউল (২০)

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, গত ৩১ মার্চ রাতে দুই স্কুলছাত্রী রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। ওই দিন রাত ১২টার দিকে থানা পুলিশের কাছে বিষয়টি জানান ওই ভিকটিমের অভিভাবকেরা। তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ ওইদিন রাতেই নিখোঁজ দুই স্কুলছাত্রীদের উদ্ধার করে। সময় সম্রাট , রাকিব রবিউল নামে তিনজনকে আটক করা হয়। ঘটনায় নিখোঁজ এক স্কুলছাত্রীর বাবা ওই দিন ৩১ মার্চ রাতেই অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। এজাহারে বাদী উল্লেখ করেন, তার মেয়েসহ একজন কিশোরীকে সম্রাট, রাকিব তাদের দুই তিনজন সহযোগী অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। তাদের থেকে স্বর্ণালংকার টাকা-পয়সা ছিনিয়ে নেন। পরে সেখানে তারা সংঘবদ্ধভাবে ধর্ষণের চেষ্টা করে।

ওসি আরও জানান, উদ্ধারকৃত কিশোরীদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত সম্রাট, রাকিব, রবিউল মামলার প্রধান আসামি শাহিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় শ্রমশক্তি নিবন্ধন ব্যবস্থা ও তথ্য ভাণ্ডার গড়ে তোলার সুপারিশ শ্রম সংস্কার কমিশনের
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ: আজহারের আপিল শুনানি ৬ মে পর্যন্ত মুলতবি
মানবতাবিরোধী অপরাধ: আজহারের আপিল শুনানি আজ, সুপ্রিম কোর্টে জামায়াত নেতারা
কুমিল্লায় আ.লীগের বিরুদ্ধে ছাত্রদল ও এনসিপির যৌথ মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা