মেলান্দহে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

জামালপুরের মেলান্দহে ট্রাকের ধাক্কায় বৈশাখি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও ৩ জন আহত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে চারটা দিকে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ঝিনাই ব্রিজ সংলগ্ন ইসলাম তেলের পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৈশাখি দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী এলাকার টিক্কা দাসের মেয়ে।
আহতরা হলেন, নিহতের দাদি কাননবালা (৬৮) এবং বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে মেলান্দহ উপজেলার ঝিনাই ব্রিজ এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা বৈশাখীর মৃত্যু হয়। শিশুটি তার দাদীর সঙ্গে জামালপুর যাচ্ছিল। দুর্ঘটনায় সিএনজির আরও তিন জন আরোহী আহত হয়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনার পর ট্রাকটির চালক পালিয়ে যায়।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহাম্মদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন