সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২৪, ১০:৫১
অ- অ+

সুনামগঞ্জের পৌর শহরের হাছননগর এলাকার বুবির পয়েন্টে মাহিন্দ্র ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সুরেশ রবি দাস (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সোমবার রাত ৯টার দিকে হাছননগর এলাকার ভুবির পয়েন্টে দুর্ঘটনা ঘটে।

নিহত সুরেশ রবি দাস সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন এবং ওয়েজখালী এলাকার বাসিন্দা।

আহতরা হলেন- শহরের হাছননগর এলাকার সিএনজি চালক জীবন মিয়া (২০) ও ইব্রাহীমপুরের কৃষ্ণ রবি দাস (৩২)।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, ভবন নির্মাণের সাটারিংয়ের মালপত্র নিয়ে মাহিন্দ্র ট্রাকটি বুড়ির স্থল এলাকার দিকে যাচ্ছিল। একই সময় বুড়িস্থল থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে শহরের দিকে আসার পথে ভুবির পয়েন্টে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সুরেশ রবি দাস মারা যান। গুরুতর আহত সিএনজি চালক ও অপর যাত্রীকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরী বলেন, ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/২৩এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে’
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে পাঠানো হচ্ছিল বাংলাদেশিদের, মানব পাচারকারী চক্রের মূলহোতা গ্রেপ্তার
ফেব্রুয়ারি নির্বাচনকে স্বাগত, ডিজিটাল ভোট ও নিরপেক্ষ সরকারের দাবি ইমাম হায়াতের
যশোরে দুই মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা