আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, বৃহস্পতিবার পর্যন্ত ছুটি বহাল

দেশে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়। আদালত বন্ধ থাকায় আপিল করা হবে না। ফলে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল-মাদরাসার ছুটি বহাল থাকছে।
মঙ্গলবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের আপিল না করার সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।
এদিকে গতকাল সোমবার তীব্র তাপপ্রবাহের সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অসুস্থতার খবর প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আদেশের পর অসন্তুষ্ট হয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তারা আপিল করবেন বলে জানান। তিনি বলেন, ‘সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নিদের্শনা নিয়ে আসতে হবে?’
উল্লেখ্য, দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু এপ্রিলের শুরু থেকেই তাপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিনই শিক্ষক ও শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে সর্বশেষ নতুন করে ২৭ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান একদিন বন্ধ ঘোষণা করা হয় এবং প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় বৃহস্পতিবার পর্যন্ত।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/টিএ/ইএস)

মন্তব্য করুন