শুক্রবার ক্লাস নেওয়ার পোস্টটি ভুলবশত হয়েছে: শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ মে ২০২৪, ১৮:২০ | প্রকাশিত : ০৫ মে ২০২৪, ১৮:০৮

শিক্ষা কার্যক্রম সচল রাখতে ‘প্রয়োজনে শুক্রবারও পাঠদান হবে’ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টটি ভুলবশত হয়েছে। রবিবার বিকালে নতুন এক পোস্টের মাধ্যমে এ ব্যাপারে জানানো হয়।

এর আগে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে রবিবার দুপুরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে এক পোস্টে বলা হয়, ‘প্রয়োজনে শুক্রবারও পাঠদান হবে’। অবশ্য ঘণ্টাখানেক পরেই সেটি মুছে ফেলা হয়।

বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে নতুন পোস্টে বলা হয়, ‘শুক্রবার শিক্ষা খোলার বিষয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।’

এদিকে একইদিন দুপুরে ফেসবুকে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড অ্যাকাউন্টে শিক্ষামন্ত্রীর বরাতে বলা হয় বলেছিল, ‘আমাদের এখন বছরে স্কুলের মোট কর্মদিবস ১৮৫টি। এর মধ্যে ২০ দিন নতুন শিক্ষাক্রমের মূল্যায়নের জন্য রাখা হয়েছে। স্কুলের কর্মদিবস যদি আরও কমে যায়, শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে।’

রবিবার দুপুরের এই পোস্টটি বিকালে আরেকটি পোস্টের মাধ্যমে জানানো হয় যে এটি ভুলবশত পোস্ট হয়েছিল।

অন্যদিকে আজও তাপপ্রবাহ বহমান। এরই মধ্যে দফায় দফায় বন্ধের পর রবিবার সারাদেশে খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। নির্দেশনা মেনে পাঠদানও শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/০৫মে/টিএ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বেরোবিতে মাদক সেবন অবস্থায় ৪ শিক্ষার্থী আটক 

শীর্ষ ৮ পদে পরিবর্তন আনছে চবি

‘প্রাচ্যের মানবিকতা ও ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির প্রাণশক্তি দিয়ে বিশ্বকে গড়ে তুলতে হবে’

‘শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ফিরে এসেছে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা’

লেখাপড়ায় থিউরির পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে: চবি উপাচার্য

হাবিপ্রবিতে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 

ইবিতে ১২ কোটি টাকা ব্যয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিবহন সেবা

একাদশে পাঠদান শুরু ৩০ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কনসালটেন্ট সরোয়ারের মৃত্যুতে উপাচার্যের শোক

এই বিভাগের সব খবর

শিরোনাম :