যুক্তরাষ্ট্রে চলমান আন্দোলনে ঢাবি শিক্ষার্থীদের সংহতি, নেতানিয়াহুর কুশপুতুল দাহ

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ মে ২০২৪, ২০:০৮ | প্রকাশিত : ০৫ মে ২০২৪, ১৯:৫০
টিএসসির পাদদেশে নেতানিয়াহুর কুশপুতুল দাহ করেন ঢাবি শিক্ষার্থীরা

গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন ‘ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট’ এর প্রতি একাত্মতা জানিয়ে সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার দুপুর ৩টা নাগাদ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে শুরু করেন।

সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ র‍্যালি নিয়ে শাহবাগ মোড় থেকে পুনরায় রাজু ভাস্কর্যের পাদদেশে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুতুল দাহ করে কর্মসূচি শেষ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা— ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’, ‘প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ওয়ান, টু, থ্রি, ফোর, অকুপেশান নো মোর’; ‘ফাইভ, সিক্স, সেভেন, এইট, ইসরায়েল টেররিস্ট’; ‘ইসরায়েলের দোসররা, হুঁশিয়ার সাবধান’ ফ্রি ফ্রি প্যালেস্টাইন ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে আইন বিভাগের শিক্ষার্থী শাখাওয়াত জাকারিয়া বলেন, ‘আজকের এই সংহতি সমাবেশে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জানান দেয় বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা ফিলিস্তিনের মানুষের জন্য কতটা মর্মাহত। বাংলাদেশের পাসপোর্টে কিছুদিন আগেও ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দ উল্লেখ ছিল কিন্তু সেটা এখন তুলে দেওয়া হয়েছে৷ আমরা চাই আমাদের পাসপোর্টে আবার ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দটি যুক্ত করা হোক। আমরা জানতে পেরেছি, ইসরায়েলের কোম্পানি থেকে গোপন স্পাইওয়ার কেনা হয়েছে। আমরা বলতে চাই, এমন আবারও হলে সাধারণ মানুষ এর প্রতিবাদ করবে। যারা ইসরায়েলকে সাহায্য করবে আমরা তাদের বয়কট করবো। আমরা আশা করি ফিলিস্তিন একদিন মাথা উঁচু করে দাঁড়াবে, তারা তাদের স্বাধীনতা ফিরে পাবে।’

ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মিফতাহুল জান্নাত বলেন, ‘এখন পর্যন্ত ফিলিস্তিনের ৩৪ হাজার ৬০০ জন সাধারণ মানুষ শহিদ হয়েছেন যারা নিরীহ, যাদের কোনো অপরাধ নেই। এর মধ্যে ১০ হাজারেরও বেশি নারী শহিদ হয়েছেন। গাজায় ৩৭টি হাসপাতালের মধ্যে ৩০টি হাসপাতালকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। গাজার ৮৭ শতাংশ স্কুলকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ২ বছরেও ধ্বংসস্তূপ থেকে লাশ খুঁজে বের করলেও তা শেষ হবে না। সেখানে ১ লাখ ৫৫ হাজার গর্ভবতী নারী বেঁচে থাকার অধিকার পাচ্ছেন না, এমনকি সুপেয় পানিও পাচ্ছে না। তারা তাদের সন্তান জন্মদান করতে পারছে না। এই নিরীহ মানুষের ওপর বর্বরোচিত হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই।’

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে আইন বিভাগের শিক্ষক নকিব নাসরুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীরা মানবতায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের যে আয়োজন আমি তাকে সমর্থন জানাতে এসেছি। আজকে আমাদের অবস্থান নিপীড়িত মানুষের পক্ষে। ফিলিস্তিনকে সমর্থন জানাতে মুসলিম হওয়ার প্রয়োজন নেই, একজন মানুষ হলেই যথেষ্ট। এমন গণহত্যা পৃথিবীর সমস্ত ইতিহাসকে ভেঙে দিয়েছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোনো যুদ্ধে এত নারী-শিশু এর আগে কখনো হত্যা হয়নি৷’

সমাবেশে ঢাবির ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিক্ষক আরিফুল ইসলাম অপু বলেন, ‘আমাদের নতুন করে কিছু বলার নেই। আমাদের এই আন্দোলন কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য নয়। এই আন্দোলন মানবতার বিরুদ্ধে বিষফোঁড়া ওইসব রাষ্ট্রের বিরুদ্ধে। এত পুঙ্খানুপুঙ্খরূপে তথ্যপ্রমাণবহুল গণহত্যা এর আগে পৃথিবীবাসী কখনোই দেখেনি। তথ্যপ্রমাণসহ গণহত্যা দেখার পরেও পৃথিবীর মোড়লরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। ফলে এই ব্যবস্থা নিয়ে আমাদের প্রশ্ন তুলতে হবে।’

এসময় তিনি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত থেকে ফিলিস্তিনি ও যুক্তরাষ্ট্রে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/০৫মে/এসকে/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বেরোবিতে মাদক সেবন অবস্থায় ৪ শিক্ষার্থী আটক 

শীর্ষ ৮ পদে পরিবর্তন আনছে চবি

‘প্রাচ্যের মানবিকতা ও ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির প্রাণশক্তি দিয়ে বিশ্বকে গড়ে তুলতে হবে’

‘শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ফিরে এসেছে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা’

লেখাপড়ায় থিউরির পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে: চবি উপাচার্য

হাবিপ্রবিতে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 

ইবিতে ১২ কোটি টাকা ব্যয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিবহন সেবা

একাদশে পাঠদান শুরু ৩০ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কনসালটেন্ট সরোয়ারের মৃত্যুতে উপাচার্যের শোক

এই বিভাগের সব খবর

শিরোনাম :