খারাপ খেললেই লিটনের নাম হয়ে যায় ঠনঠন দাস: সুজন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ মে ২০২৪, ১৩:৪৬

সময়টা খারাপ যাচ্ছে লিটন কুমার দাসের। ব্যর্থতার বৃত্তে বন্দী হয়ে পড়েছেন তিনি। ওয়ানডে, টেস্ট কিংবা টি-টোয়েন্টি কোনো ফরম্যাটেই কাঙ্ক্ষিত পারফর্ম করতে পারছেন না। ওয়ানডে ফরম্যাটের বাজে ফর্ম তাকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাড়া করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেও হাসেনই লিটনের ব্যাট। চারদিকে তাই লিটনের দলে থাকা নিয়ে সমালোচনার ঝড়। তবে এই উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে লাগাতার সমালোচনায় ক্ষিপ্ত জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অফফর্মের কারণে লিটনকে দল থেকে অব্যাহতি দিয়ে ডিপিএলে খেলতে পাঠানো হয়েছিল। আবাহনীর হয়ে ডিপিএলেও ভালো করতে পারেননি তিনি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও ব্যাট হাসেনই লিটনের।

বিপিএল ও শেষ টি-টোয়েন্টি সিরিজে ভালো করার পরেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লিটনকে দলে রাখায় সামজিক যোগাযোগমাধ্যমে টিম ম্যানেজমেন্টে বেশ সমালোচনা দেখা গিয়েছে। গণমাধ্যমেও এই নিয়ে বেশ কথাবার্তা শোনা গেছে। খেলোয়াড়দের পারফরম্যান্স, ফর্ম ও অফ ফর্ম নিয়ে বেশি মাতামাতি হয় বলে দেশের মাটিতে খেলার সময় বাংলাদেশ দল বেশি চাপে থাকে বলে মনে করেন সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অফফর্মের কারণে লিটনকে দল থেকে অব্যাহতি দিয়ে ডিপিএলে খেলতে পাঠানো হয়েছিল। আবাহনীর হয়ে ডিপিএলেও ভালো করতে পারেননি তিনি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও ব্যাট হাসেনই লিটনের।

বিপিএল ও শেষ টি-টোয়েন্টি সিরিজে ভালো করার পরেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লিটনকে দলে রাখায় সামজিক যোগাযোগমাধ্যমে টিম ম্যানেজমেন্টে বেশ সমালোচনা দেখা গিয়েছে। গণমাধ্যমেও এই নিয়ে বেশ কথাবার্তা শোনা গেছে। খেলোয়াড়দের পারফরম্যান্স, ফর্ম ও অফ ফর্ম নিয়ে বেশি মাতামাতি হয় বলে দেশের মাটিতে খেলার সময় বাংলাদেশ দল বেশি চাপে থাকে বলে মনে করেন সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন।

(ঢাকাটাইমস/০৭মে/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :