৪ বছরে ঝিনাইদহে ১২৬৯ জনের আত্মহত্যা      

আলমগীর হোসেন, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
| আপডেট : ০৭ মে ২০২৪, ১৬:৩০ | প্রকাশিত : ০৭ মে ২০২৪, ১৬:২২
প্রতীকী ছবি

ঝিনাইদহ জেলায় গত চার বছরে ১ হাজার ২৬৯ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে ৮৩৮ জনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এছাড়া বিষ পানে আত্মহত্যা করেছেন ৪৩৩ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন ও পুলিশ সুপারের কার্যালয় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে দেখা যায়, ২০২০-২০২৩ সালে ৪ বছরে আত্মহত্যা করেছে ১ হাজার ২৬৯ জন। এর মধ্যে ২০২০ সালে ৩২১ জন, ২০২১ সালে ৩০২ জন, ২০২২ সালে ৩১৮ জন এবং ২০২৩ সালে সর্বাধিক ৩২৮ জন।

এক গবেষণায় দেখা যায় জুন/জুলাই মাসে আত্মহত্যার পরিমাণ বেশি এবং জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সবচেয়ে কম।

আত্মহত্যা নিয়ে কাজ করে এমন একটি মানবধিকার সংগঠন রুরাল ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) এর নির্বাহী প্রধান আব্দুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, জুন-জুলাই মাস বর্ষাকাল সে সময় মানুষ কর্মহীন হয়ে পড়ে। স্বল্প আয়ে দরিদ্র পরিবারের মধ্যে অভাব অনটনের কারণে সংসারে বিরোধ সৃষ্টি হয়। বিরোধ সৃষ্টির কারণে আত্মহত্যা বাড়ে।

তিনি আরও জানান, আত্মহত্যাপ্রবণতা রোধে এই জেলায় বিভিন্ন এনজিও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তবুও আত্মহত্যা দেশের মধ্যে এই জেলায় সর্বাধিক।

(ঢাকাটাইমস/০৭মে/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :