কুষ্টিয়ায় অজ্ঞাত ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২৪, ১৬:০০| আপডেট : ০৯ মে ২০২৪, ১৬:৩৪
অ- অ+

কুষ্টিয়ার কুমারখালীতে এক অজ্ঞাত ব্যক্তির (৫০) বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের গড়াই নদীর ওপর নির্মিত রেল সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির এক পায়ে ক্ষতচিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল ৫টা পর্যন্ত যেকোনো সময়ের মধ্যে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দা রঞ্জু শেখ জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত এখানে কোনো লাশ ছিল না। তবে বৃহস্পতিবার সকালে একজন বয়স্ক ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তার ভাষ্য, ট্রেনের ধাক্কায় সেতু থেকে নীচে পড়ে এ ঘটনা ঘটতে পারে।

কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরন্নবী জানান, খবর পেয়ে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধেক বিবস্ত্র মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বয়স আনুমানিক ৫০ বছর। তার ভাষ্য, ট্রেনের ধাক্কায় বা ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটতে পারে। নিহত ব্যক্তির এক পা ভেঙে ক্ষত সৃষ্টি হয়েছে। পরিচয় জানার জন্য ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে চেষ্টা চলছে।

(ঢাকা টাইমস/০৯মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় দেয়াল চাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু
চাঁদাবাজি বন্ধের দাবিতে ভৈরবে সিএনজিচালকদের সড়ক অবরোধ
সাইবার স্পেসেও নিষিদ্ধ আওয়ামী লীগ
সারা বিশ্বে মা দিবস পালিত হয় যে নারীর কারণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা