ঘূর্ণিঝড় রেমাল: দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ বন্ধ, ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ মে ২০২৪, ১৪:৫৭ | প্রকাশিত : ২৬ মে ২০২৪, ১৩:১৫

ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রভাবে যেকোনো সময় পদ্মা উত্তাল হয়ে উঠতে পারে- এমন আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে রবিবার সকাল সাড়ে ১০টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং পাটুরিয়া নগরবাড়ী নৌপথে সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। তবে এখনো ফেরি চলাচল করলেও যেকোনো মুহূর্তে তা বন্ধ করে দেওয়া হবে।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিএ-এর ট্র্যাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম লঞ্চ বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নৌরুটে লঞ্চ সার্ভিস বন্ধ থাকবে।’

এদিকে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ সার্ভিস বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চ পার হতে ঘাটে আসা যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছেন। তবে ফেরিতে যানবাহন পারাপারের জন্য গাড়ি রবিবার সকাল থেকেই কম আসছে।

(ঢাকা টাইমস/২৬মে/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :