আইসিসির কড়া নির্দেশে জার্সির ডিজাইন পরিবর্তন উগান্ডার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২৪, ১২:২৭
অ- অ+

আর মাত্র দুইদিন পরেই পর্দা উঠছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। প্রথমবারের মতো আইসিসির কোনো বিশ্বকাপে নাম লিখিয়েছে উগান্ডা। বিশ্ব আসর নিয়ে দলটা ঠিক কতটা রোমাঞ্চিত, সেটি প্রকাশ পেয়েছে তাদের দল ঘোষণা এবং জার্সি উন্মোচনের ভিডিওতে।

তবে তাদের সেই আনন্দে ভাটা পড়েছে আইসিসির এক নির্দেশে। যা কারণে পরিবর্তন আনতে হয়েছে জার্সিতে। হালকা পরিবর্তন এনেই তারা বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার আদেশ পালন করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, উগান্ডার প্রথম প্রকাশিত জার্সিতে সারস পাখি থাকায় পৃষ্ঠপোষকের লোগো স্পষ্ট বোঝা যাচ্ছিল না। আর তাই এটি পরিবর্তন করতে বলে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী, পরবর্তীতে জার্সির সারস পাখির ডানাগুলো হালকা করে ছেঁটে দিয়েছে উগান্ডা। তাদের ট্রাউজারেও দেখা গেছে একই রকম পরিবর্তন।

এ বিষয়ে উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশনের জনসংযোগ কর্মকর্তা মুসালি ডেনিস বলেন, ‘জার্সির নকশায় পরিবর্তন আনতে বলেছিল আইসিসি। তবে আমাদের কাছে যথেষ্ট সময় ছিল না প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য। যেমন নকশা করতে বলা হয়েছিল, সেটা আমাদের মেনে চলতেই হতো। আসল নকশা থেকে ২০ শতাংশ হারিয়ে গেছে। বাকিগুলো ঠিকই রয়েছে।’

এবারের বিশ্বকাপ শুরুর আড়াই মাস আগেই নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপের জার্সি তৈরির জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছিল উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন। দেশটির বেশ কয়েকজন ডিজাইনার তাদের জার্সির ডিজাইন পাঠিয়েছিলেন। সেখান থেকে মাঙ্গেনি ইলিয়াসের করা ডিজাইন বেছে নিয়েছে দেশটির বোর্ড। সেখানে ছিল সারস পাখির ছাপ। উগান্ডার জাতীয় পাখি ধূসর রঙের সারস পাখি দেখেই মাঙ্গেনি বিশ্বকাপের জার্সি নকশা করার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানা যায়।

(ঢাকাটাইমস/৩১মে/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির তারুণ্যের সমাবেশে অতিথির আসনে তামিম ইকবাল
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা : ‘দেশে অলিগার্ক শ্রেণির প্রভাব দিন দিন বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক’
আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন: হাসনাত
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান: ট্রাম্প
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা