মাদারীপুরে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৪, ২০:০২
অ- অ+

মাদারীপুরে জীবন ঘরামি (১৩) নামে এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যুর হয়েছে।

শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষের চর পাকা মসজিদ এলাকায় নানা বাড়ি থেকে জীবন ঘরামীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষের চর পাকা মসজিদ এলাকার বাবলু ঘরামীর ছেলে এবং আল-জাবির হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, জীবনের মা বিদেশে থাকায় নানা নুর ঘরামীর কাছে থাকত জীবন ঘরামি। বাড়ির লোকজন শনিবার সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায় জীবনকে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের নানা নুর ঘরামি বলেন, আমাদের সঙ্গে দীর্ঘদিন যাবত জমিজমা নিয়ে বিল্লাল মাতুব্বর, কাওছার মাতুব্বর, জুয়েল মাতুব্বর, ছায়েদ মাতুব্বর ও আজু মাতুব্বরদের বিরোধ চলে আসছে।

তিনি বলেন, প্রতিদিনের মতো আমার নাতি রাতে খাবার খেয়ে শুয়ে পড়ে। সকালে তাকে ডাক দিলে তার কোনো সাড়া পাওয়া যায়নি। পরে আমি চিৎকার চেচামেচি করতে থাকি এরপর আমার প্রতিবেশীরা এসে দরজা খুলে দেখে আমার নাতির লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। আমি প্রশাসনের কাছে এর সঠিক তদন্ত করে দোষীদের বিচারের দাবি করছি।

অভিযোগের ব্যাপারে কাওছার মাতুব্বর বলেন, তারা আমাদের ব্যাপারে মিথ্যা অভিযোগ দিয়েছে। পুলিশ তদন্ত করে দেখুক আমরা যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকি তাহলে আমাদের বিচারের আওতায় আনা হোক, আমরাও প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ লাস উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা অপমৃত্যু। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রয়েছে। তদন্ত রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে।

(ঢাকাটাইমস/০১জুন/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা