যে মন্ত্রে এখনো সুপার ফিট বলিউডের ‘বয়স্ক’ নায়িকারা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৪, ০৯:৪৮
অ- অ+

তারা সবাই বলিউডের নম্বইয়ের দশকের জনপ্রিয় নায়িকা। তালিকায় আছেন মাধুরী দীক্ষিত, কাজল, ঐশ্বরিয়া রাই, শিল্পা শেঠি, কারিশমা কাপুর, সুস্মিতা সেন থেকে মালাইকা অরোরা। এসব নায়িকার কারও বয়স ৪০ পার হয়েছে বহু আগে, কারও ছাড়িয়েছে ৫০। কিন্তু তাদের দেখে সেটা বোঝার উপায় নেই।

এত বয়সেও এমন সুন্দর ছিপছিপে শরীর ধরে রাখতে কেমন ডায়েট মেনে চলেন মাধুরী-সুস্মিতারা? চলুন জেনে নেওয়া যাক।

বয়স ৫৭, তবুও ‘ধাক ধাক’ গার্ল মাধুরীর মাধুর্যে যেন এখনো কোনো কমতি নেই। ওজন ঠিক রাখতে সময় মতো খাওয়া ও প্রচুর পরিমাণে পানি পান করার পক্ষপাতী এই নায়িকা। নিয়মিত ডাবের পানিও খান তিনি।

এদিকে ওজন ঠিক রাখতে শৃঙ্খলা মেনে ডায়েট করেন ‘কুছ কুছ হোতা হ্যায়’ তারকা কাজল। ৪৯ বছর বয়সি এই অভিনেত্রী ভারী খাবার কম খান এবং সারাদিন অল্প অল্প করে খেতে পছন্দ করেন।

ওজন ঠিক রাখতে সঠিক ডায়েট আর নিয়মিত যোগই একমাত্র মন্ত্র ৪৮ বছর বয়সি আরেক জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির।

বারবার যাতে খিদে না পায়, সে কারণে প্রচুর পরিমাণে পানি আর ফলের রস খেতে পছন্দ করেন বলিউডের বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন। ওজন ঠিক রাখতে জাঙ্ক ফুড এড়িয়ে চলতেই পছন্দ করেন ৫০ বছর বয়সি রাই সুন্দরী।

অন্যদিকে ওজন ঠিক রাখতে একেবারেই কার্বোহাইড্রেট বাদ দেওয়ার পক্ষপাতী নন ৪৯ বছর বয়সি কারিশমা কাপুর। এই অভিনেত্রীর মতে, তিনি যদি পাস্তাও খান, তাহলেও খেয়াল রাখেন, সঙ্গে যেন সবুজ সবজি, ডিম, চিকেন জাতীয় প্রোটিন যুক্ত খাবার থাকে।

কষ্ট না করলে কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। এই মন্ত্রেই বিশ্বাসী সাবেক ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন। ৪৮ বছর বয়সি এই নায়িকা ডায়েটের থেকে বেশি শরীর চর্চায় বিশ্বাসী। তাই জিমেই বেশি সময় কাটে সুস্মিতার। শুধু ওজন ঠিক রাখাই নয়, ফিটনেসও সমান গুরুত্বপূর্ণ তার কাছে।

৫০ বছর বয়সেও মালাইকার ছিপছিপে ও ফিট চেহারা অনেকের কাছেই ঈর্ষণীয়। ওজন ঠিক রাখতে সাতটার মধ্যে রাতের খাবার খেয়ে নেওয়ার পক্ষপাতী এই আইটেম তারকা। তবে নিজের খাদ্য তালিকাতে উচ্চ ক্যালোরিযুক্ত খাবার রাখা পছন্দ নয় মালাইকার।

(ঢাকাটাইমস/৪জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশ্মীরে হামলা: পাকিস্তান-ভারতকে দায়িত্বশীল সমাধানের জন্য কাজ করার আহ্বান যুক্তরাষ্ট্রের
মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ
উত্তরা আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, দখলকৃত প্লট উদ্ধারের নির্দেশ
বন্য প্রাণীর মাংস খেয়ে আইনি বিপাকে ‘লাপাতা লেডিস’ খ্যাত অভিনেত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা