টঙ্গীর তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

টঙ্গীর তুরাগ নদ থেকে অজ্ঞাত (১৪) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী নৌ-পুলিশ।
বুধবার দুপুর ১টার দিকে তুরাগ নদের টঙ্গী বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বুধবার দুপুরে ওই এলাকায় তুরাগ নদের পানিতে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে টঙ্গী নৌ-ফাঁড়িতে নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
টঙ্গী নৌ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, মঙ্গলবার দুপুরে তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ থেকে এক কিশোর পানিতে পড়ে যায়। পরে নৌ পুলিশে গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। আজ নদীতে লাশ ভেসে উঠেছে।
(ঢাকাটাইমস/১২জুন/ইএস)

মন্তব্য করুন