টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তানের ভাগ্য ঝুলছে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচের ওপর

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৪, ১৫:২২
অ- অ+

ফেবারিট দল হিসেবে বিশ্বকাপে খেলতে নামলেও শুরুটা মোটেও ভালো হয়নি গত আসরের রানার্সআপ পাকিস্তানের। পর পর দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে এক প্রকার ছিটকে যাওয়ার পথে ছিল বাবর আজমের দল। তবে নিজেদের তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে দারুণ জয়ে আবারও সুপার এইটের স্বপ্ন বুনছে পাকিস্তান।

তবে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে শুক্রবার (১৪ জুন) পাকিস্তানের চোখ থাকবে আয়ারল্যান্ড এবং স্বাগতিক যুক্তরাষ্ট্র ম্যাচের দিকে। কারণ এ ম্যাচে ঝুলে আছে বাবরদের সুপার এইটে যাওয়ার ভাগ্য। সমীকরণ জানান দিচ্ছে— এ ম্যাচে পাকিস্তানের শেষ আটে যাওয়ার সম্ভাবনা যেমন তৈরী হতে পারে, অপরদিকে তা নিমিষেই ধূলিসাৎ হওয়ার সম্ভাবনাও প্রবল। তাই সন্দেহাতীতভাবে আজ রাত সাড়ে ৮টায় ফ্লোরিডায় আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়া যুক্তরাষ্ট্র ম্যাচের দিকে তাকিয়ে থাকবে গোটা পাকিস্তান।

'এ' গ্রুপের ১২ তারিখের ম্যাচে ভারতের কাছে যুক্তরাষ্ট্রের হারে পাকিস্তানের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা খানিকটা প্রাণ ফিরে পেয়েছে। আজ নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে যুক্তরাষ্ট্র। এ ম্যাচে যুক্তরাষ্ট্র মাত্র এক পয়েন্ট পেলেই বিশ্বকাপের বিদায় ঘন্টা বেজে যাবে ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানের।

এবারের টুর্নামেন্টে শুরু থেকেই নামের প্রতি সুবিচার করতে পারেনি বাবর আজমের দল। নিজেদের প্রথম ম্যাচে নবাগত যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে শুরু হয় তাদের বিশ্বকাপ যাত্রা। তিন ম্যাচে শেষে পাকিস্তানের একটি জয়ে পয়েন্ট সংখ্যা ২, অপরদিকে সমান ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের পয়েন্ট ৪। ফলে আর এক পয়েন্ট পেলেই বিশ্বকাপের সুপার এইটে চলে যাবে যুক্তরাষ্ট্র। তিন ম্যাচে তিন জয়ে এরইমধ্যে সুপার এইটের টিকিট নিশ্চিত করেছে শক্তিশালী ভারত।

আজ বৃষ্টিতে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচ পন্ড হলে ১ পয়েন্ট পাবে যুক্তরাষ্ট্র। এমনটা হলে ‘এ’ গ্রুপ থেকে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে শেষ আটে পৌঁছে যাবে স্বাগতিকরা। অন্য দিকে আইরিশদের বিপক্ষে বাবররা জিতলেও পাকিস্তানের সুপার এইটে যাওয়া হবে না। কারণ চার ম্যাচে ৪ পয়েন্ট দাঁড়াবে বাবর বাহিনীর।

অন্যদিকে, কানাডাকে যদি ৪ পয়েন্টে পৌঁছাতে হয়, তবে ভারতের বিপক্ষে শেষ ম্যাচ জিততেই হবে। আর ভারত-কানাডা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে চার ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের ইতি টানতে হবে কানাডাকে। একই সমীকরণ দাঁড়ায় আয়ারল্যান্ডের জন্যও। তাদের ৪ পয়েন্টে পৌঁছাতে শেষ দু’টি ম্যাচ জিততেই হবে।

ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোনস বলেছেন, ‘খেলার জন্য আমরা প্রস্তুত। তবে প্রকৃতির উপর কারো হাত নেই।’ আয়াল্যান্ড অধিনায়ক পল স্টালিংয়ের বক্তব্য, ‘দুই ম্যাচ হেরে সদস্যরা মুখিয়ে আছে প্রথম জয়ের জন্য। খেলা মাঠে গড়ালে সবাই তাদের সেরাটাই দেবে।’ তাই 'এ' গ্রুপের আজকের ম্যাচটি আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মধ্যে হলেও পাকিস্তানের জন্য এটি নিঃসন্দেহে বাঁচা-মরার লড়াই।

(ঢাকাটাইমস/১৪ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা