যুক্তরাষ্ট্রকে উড়িয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৪ জুন ২০২৪, ০৮:৩৩ | প্রকাশিত : ২৩ জুন ২০২৪, ২৩:২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে হলে জিততেই হতো ইংল্যান্ডকে। কিন্তু যুক্তরাষ্ট্রকে এমনভাবে উড়িয়ে দেবে ইংল্যান্ড, গ্রুপ পর্বের খেলা দেখার পর সেটি হয়তো অনেকের চিন্তায় আসেনি। অথচ আজ বার্বাডোজে সেটিই করেছে ইংলিশরা। জস বাটলারের একার ঝড়েই উড়ে গেছে যুক্তরাষ্ট্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড চলতি বিশ্বকাপেও সেমিফাইনাল নিশ্চিত করেছে। রবিবার (২৩ জুন) যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট কেটেছে বাটলারের দল।

কেনসিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে মাত্র ১১৫ রানেই অলআউট হয়ে যায় যুক্তরাষ্ট্র। নির্ধারিত ওভারের আগে যুক্তরাষ্ট্রকে অলআউট করার পেছনে মূল ভূমিকা পালন করেন ইংলিশ পেসার ক্রিস জর্ডান। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিকের দেখা পান এই পেসার।

এদিকে ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের বোলারদের কোন সুযোগই দেননি ইংল্যান্ডের দুই ওপেনার বাটলার ও সল্ট। বিশেষ করে বলতে গেলে ইংলিশ অধিনায়ক বাটলার ইংল্যান্ডকে সেমিতে নেয়ার মূল নায়ক। মাত্র ৩৮ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ৬টি চার এবং ৭টি ছক্কার মার। যুক্তরাষ্ট্রের পেসার হরমিত সিংয়ের এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন বাটলার।

দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে ১০ উইকেট ও ৬২ বল হাতে রেখেই জয় পায় ইংল্যান্ড। তাতে সেমিতে যাওয়ার সমীকরণের আগের জয় তুলে নিয়ে সেমির টিকিট কাটে তারা।

ইংল্যান্ড এদিন বোলিংয়েও ছিল দুর্দান্ত। জর্ডান হ্যাটট্রিকের পাশাপাশি ২.৫ ওভারে ১০ রানে পেয়েছেন ৪ উইকেট। আদিল রশিদ ৪ ওভারে ১৩ রানে ২ উইকেট পেয়েছেন। স্যাম কারানও ২ উইকেট পেয়েছেন।

(ঢাকাটাইমস/২৩ জুন/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

নিয়ম রক্ষার ম্যাচে রাতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

মাহমুদউল্লাহ রিয়াদকে নিলো না বরিশাল  

মাহমুদউল্লাহর বিদায়ী ম্যাচ জয়ে রাঙাতে পারবে টাইগাররা?

আম্পায়ার আলিম দারকে নিয়ে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি গঠন

মুস্তাফিজের পর ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন তানজিদ তামিম

বিপিএল প্লেয়ার্স ড্রাফটের ক্যাটাগরি নিয়ে বিস্ফোরণ ইমরুল কায়েসের

বিপিএলের ড্রাফটে ১৮৮ দেশি ক্রিকেটার, কার দাম কত

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়ে হারল পাকিস্তান

ভেনেজুয়েলার সঙ্গে ড্র আর্জেন্টিনার, মেসি বললেন ‘কুৎসিত খেলা হয়েছে’

বিশ্বকাপ বাছাইপর্ব: শেষ মুহূর্তের গোলে চিলিকে হারিয়ে জয়ে ফিরল ব্রাজিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :