গজারিয়ায় দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৬ জনসহ আহত ৯

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জুন ২০২৪, ২২:১৪| আপডেট : ২৪ জুন ২০২৪, ২২:২৭
অ- অ+

মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬জন গুলিবিদ্ধসহ অন্তত ৯জন আহত হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে মাহবুব ও হারুন অর রশিদ গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত হওয়া রিয়াজ (৩৫) অভিযোগ করে বলেন, ‘আমরা দোকানে চা খাচ্ছিলাম। এ সময় হারুন ও আতাউরের নেতৃত্ব ১৫/২০ জনের সংঘবদ্ধ দল আমার মাথায় রড দিয়ে আঘাত করে এবং জাকির আক্তারের (৪৮) মাথায় ও পায়ে রামদা দিয়ে আঘাত করে। আতাউরের হাতে থাকা অস্ত্র দিয়ে আমাকে গুলি করতে গেলে লোকজন এসে আমাকে রক্ষা করায় সে উপরের দিকে একাধিক ফাঁকা গুলি করে চলে যায়।’

হোসেন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহত হারুন অর রশীদ জানান, দিলা মিয়ার চা দোকানে চা খেতে গেলে মাহবুবের নেতৃত্বে আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। এতে

আমাদের একাধিক লোক গুলিবিদ্ধ হয়।

আহত ৭ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব খান বলেন, ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া নেওয়া হচ্ছে ।

(ঢাকাটাইমস/২৪জুন/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত
আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’:  নাহিদ ইসলাম
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ভৈরবে বিক্ষোভ মিছিল
যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম, সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা