বিশ্বকাপ শেষ বাংলাদেশের, যা বললেন শান্ত

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৪, ১৩:২০| আপডেট : ২৫ জুন ২০২৪, ১৪:২৪
অ- অ+

সুপার এইটের নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ দল। সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নেমেছিল টাইগাররা। বাংলাদেশের সামনে সুযোগ ছিল বিশ্বকাপের সেমিফাইনালে খেলার। ১১৬ রানের টার্গেট ১২.১ ওভারে চেজ করতে পারলেই শেষ চারে নাম লেখাতে পারত বাংলাদেশ। কিন্তু সেটা হয়নি। নিজেদের লক্ষ্যমাত্রাও অর্জন করা যায়নি বাংলাদেশের। এমনকি বৃষ্টি আইনেও শেষ পর্যন্ত ৮ রানের ব্যবধানে হেরে শেষ হয়েছে টাইগারদের বিশ্বকাপ যাত্রা।

ম্যাচের শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান সংগ্রহ করে ১১৫ রান। জয়ের জন্য ব্যাট করতে নেমে টাইগারদের ইনিংস থামে ১০৫ রানে। এই জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানরা। বাংলাদেশের হারের সাথে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে অস্ট্রেলিয়াকেও।

বিশ্বকাপ শেষে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'আমি মনে করি আমরা ভালো বোলিং করেছি। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা খারাপ খেলেছি, সিদ্ধান্ত ভালো নেয়নি বিশেষ করে মাঝের ওভারে।'

অধিনায়ক শান্তর কণ্ঠে আসরের সবচেয়ে হতাশার জায়গা সেই ব্যাটিং ইউনিট, ‘পুরো টুর্নামেন্টে আমরা সত্যিই ভালো বোলিং করেছি, বিশেষ করে রিশাদ, পেসাররা সত্যিই ভালো করেছে। ব্যাটিংয়ে উন্নতি করতে হবে, টপ অর্ডার ভালো পারফর্ম করতে পারেনি। আমরা ব্যাট হাতে ভালোভাবে খেলতে পারিনি এবং অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি।’

(ঢাকাটাইমস/২৫ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টারের সঙ্গী পিএসজি
শেখ হাসিনার সুধা সদনের ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেপ্তার
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে রাঙ্গুনিয়া যুবকের মৃত্যু
পিএসএলে জোড়া সেঞ্চুরির রেকর্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা