সোনারগাঁ উপজেলা চেয়ারম্যানের বিজয় সংবর্ধনা ও আনন্দ র‍্যালি 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২৪, ১৭:৫১| আপডেট : ২৬ জুন ২০২৪, ১৮:১২
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং শপথগ্রহণ শেষে অফিসের প্রথমদিনে বিজয় সংবর্ধনা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামের এই বিজয় সংবর্ধনা ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।

এদিন দুপুরে চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে আনন্দ র‌্যালি নিয়ে পুরো সোনারগাঁয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে আসেন।

উপজেলা চত্বর প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, ভাইস চেয়ারম্যান মাছুম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন শ্যামলী চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি মনির হোসেন, বাংলাদেশ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা ফিরোজ হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের সদস্য এরফান হোসেন দীপ, সাবেক যুবলীগের সভাপতি গাজী মজিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সামসুজ্জামান সামসু, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে আনন্দ র‌্যালি ও সংবর্ধনা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে মাহফুজুর রহমান কালাম বলেন, আমি জনগণের চেয়ারম্যান। আমি চেয়ারম্যান হয়েছি জনগণের ভোটে জনগণই আমার শক্তি। জনগণকে সাথে নিয়ে সোনারগাঁয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। কিন্তু প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই সবাইকে সজাগ থাকতে এবং সকল অপশক্তিকে প্রতিরোধ করে একটি সুন্দর সোনারগাঁ উপহার দিবো। এটাই আমার অঙ্গীকার।

(ঢাকা টাইমস/২৬জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা