অবৈধ স্থাপনা সরাতে একাধিক নোটিশ দিলেও গুরুত্ব দেয়নি সাদিক অ্যাগ্রো

রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দিলেও তাতে গুরুত্ব দেয়নি সাদিক অ্যাগ্রো। যার কারণে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে সাদিক অ্যাগ্রো ফার্ম উচ্ছেদ অভিযানে গিয়ে তিনি এ তথ্য জানান। তার দেওয়া তথ্যমতে, সবশেষ রোজার ঈদের আগে সাদিক এগ্রোকে খামার সরানোর জন্য নোটিশ দেওয়া হয়।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের নির্দেশ কেউ খাল দখল করতে পারবে না। অবৈধ দখলদারদের কাউকে বৈধ নোটিশ দেওয়া হবে না। তারপরও আমরা সাদিক অ্যাগ্রোকে নোটিশ দিয়েছিলাম। কিন্তু তারা গুরুত্ব দেয়নি।
‘ছাগলকাণ্ড’র সঙ্গে সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযানের কোনো সম্পৃক্ততা আছে কি না জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। তবে ডিএনসিসির একটি সূত্র ঢাকা টাইমসকে জানিয়েছেন, আরও কিছুদিন পর এই জায়গায় উচ্ছেদ অভিযানের কথা থাকলেও এই খামারটি সারাদেশে আলোচিত হলে তড়িঘড়ি করে এখানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বুধবার দুপুর সোয়া ১২টা থেকে ১টা পর্যন্ত চলে অভিযান। এতে খামারের মূল অংশ ও একটি রিকশার গ্যারেজ গুঁড়িয়ে দেওয়া হয়।
(ঢাকাটাইমস/২৭জুন/এলএম/ইএস)

মন্তব্য করুন