টি-টোয়েন্টি বিশ্বকাপ: ‘ভারতের আনলাকি’ আম্পায়ারই থাকছেন ফাইনালের দায়িত্বে

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস__
  প্রকাশিত : ২৮ জুন ২০২৪, ১৯:৪০| আপডেট : ২৮ জুন ২০২৪, ১৯:৪৩
অ- অ+

পর্দা নামছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। শনিবার ( ২৯ জুন) ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের আসরের। গত এক দশক ধরে আইসিসি ইভেন্টে সাফল্য নেই ভারতের। দক্ষিণ আফ্রিকা তো নিজেদের ক্রিকেটীয় ইতিহাসে কোনো ট্রফিই জিতেনি। এই দুই দলই এবার ফাইনালে মুখোমুখি হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

বারবাডোজের কেনিংস্টন ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শিরোপা নির্ধারণী ম্যাচ খেলতে নামবে দুদল। যেখানে থার্ড আম্পায়ার হিসেবে থাকছেন ভারতের ‘আনলাকি’ আম্পায়ার রিচার্ড কেটলবরো। কেটলবরোকে আনলাকি বলা হচ্ছে কারণ তার দায়িত্বে পরিচালিত হওয়া নকআউটের ম্যাচগুলোতে ভারতের সাফল্য নেই।

ফাইনাল ম্যাচে রিচার্ড কেটেলবরো আম্পায়ারিংয়ের দায়িত্বে আসায় ভারতীয় ক্রিকেট সমর্থকদের চিন্তা কিছুটা হলেও বেড়ে গিয়েছে। গত কয়েকটি আইসিসি ইভেন্টে কেটেলবরো যতবার ভারতের আম্পায়ার হয়েছেন, ততবারই কিছু না কিছু অঘটন ঘটেছে।

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শুরু, সেবার শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল হারে টিম ইন্ডিয়া। ওই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন কেটলবরো। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ভারত, যেখানে অস্ট্রেলিয়ার কাছে তাদের হারতে হয় ৯৫ রানে। ওই ম্যাচেও কেটলবরো অন-ফিল্ড আম্পায়ার ছিলেন।

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করে ভারত। নিজেদের মাটিতে ওই আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় তারা। সেবারও কেটলবরো অন-ফিল্ড আম্পায়ার ছিলেন। এরপর ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ২০১৯ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০২৩ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারে টিম ইন্ডিয়া। প্রত্যেকটি ম্যাচে কেটলবরো দায়িত্ব পালন করেন। এমনকি গতবছর বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচেও তিনিই তৃতীয় আম্পায়ার ছিলেন।

অতীত যখন এমন, তখন ভারতীয় সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়তেই পারে। এবার কি দল কেটলবরো ‘গেরো’ খুলতে পারবে?

(ঢাকাটাইমস/২৮ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা