টি-টোয়েন্টি বিশ্বকাপ: ফাইনাল ম্যাচেও থাকছে বৃষ্টির শঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৪, ২১:২৩
অ- অ+

আগামীকাল শনিবার ( ২৯ জুন) বারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা নামছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভৌগলিক কারণে বছরের এই সময়ে ঐ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়। যার কারণে বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে, আবার পরিত্যক্ত খেলায় পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। এবার ফাইনালেও থাকছে বৃষ্টির শঙ্কা।

বৃষ্টির কারণে ইংল্যান্ড-ভারতের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বারবার বিঘ্নিত হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ফাইনাল ম্যাচেও দেখা যেতে পারে এই চিত্র। তবে সেই বৃষ্টিতে খেলা বিঘ্নিত হলেও পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা কম।

বার্বাডোজে স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে ফাইনাল ম্যাচ। আবহাওয়া বিষয়ক বিশ্বস্ত ওয়েবসাইট অ্যাকু ওয়েদারের তথ্য অনুযায়ী, এসময় আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৪৭ শতাংশ। পূর্ব দিক থেকে ৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে। তিন মিলিমিটার বৃষ্টি হতে পারে। আর্দ্রতা থাকবে ৭৮ শতাংশ। তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

দুপুরের দিকে তাপমাত্রা এক ডিগ্রি কমবে। সেই সঙ্গে কমবে বৃষ্টির সম্ভাবনাও। তবে সন্ধ্যায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেদিকে। কিন্তু বৃষ্টির কারণে বেশি বিঘ্ন না ঘটলে ম্যাচ অনেক আগেই শেষ হয়ে যাবে।

আইসিসির যেকোনো বিশ্বকাপে এবারই প্রথম ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। বারবার সেমিফাইনালে বিদায় নেয়া দলটি এবার দাপট দেখিয়ে ফাইনালে উঠেছে। পুরো টুর্নামেন্ট জুড়ে কোনো ম্যাচেই হারেনি তারা। প্রতিপক্ষ ভারতও কম যায় না। এবারের বিশ্বকাপে তারাও কোনো ম্যাচ হারেনি। সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দাপটের সঙ্গে নিশ্চিত করেছে ফাইনাল। দুদলের এমন হার না মানা মানসিকতা ফাইনাল নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলছে। এখন বৃষ্টির কারণে সেই আগ্রহ নষ্ট না হলেই হয়।

(ঢাকাটাইমস/২৮ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা