নোয়াখালীতে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ফিরোজা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধানশালিক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত বাড়ির পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক বছর আগে স্বামী মারা যায় ফিরোজা বেগমের। ছোট ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে বাড়িতে থাকতেন ফিরোজা। কয়েক মাস আগে ছোট ছেলে বিদেশ যাওয়ার পর ছেলের বউয়ের সাথে থাকতেন তিনি। গত কয়েকদিন আগে ছেলের বউ বেড়াতে বাবার বাড়িতে যাওয়ায় ঘরে একাই ছিলেন তিনি। শনিবার সকালে বাড়ির লোকজন ঘর থেকে ফিরোজার কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতরে গিয়ে তাকে না দেখে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ির পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন তারা।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাক দিয়ে রক্ত যাওয়ার চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। রহস্য উদঘাটনের জন্য চেষ্টা করছে পুলিশ।
(ঢাকা টাইমস/২৯জুন/এসএ)

মন্তব্য করুন