বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে  জয় পেল হাবিপ্রবি

হাবিপ্রবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৪, ১৪:৪৪
অ- অ+

বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট টুর্নামেন্টে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে উইকেটে হারিয়ে জয় লাভ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্রিকেট টিম।

শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে জয়লাভ করে হাবিপ্রবি।

এদিনে হাবিপ্রবি মুখোমুখি হয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্রিকেট টিমের।

ম্যাচের শুরুতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হাবিপ্রবি অধিনায়ক শুভ।

ব্যাট করতে এসে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওভারে উইকেটের বিনিময়ে ১৪২ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ১০ বলে ৩৪ রানের ইনিংস খেলেন সাকিব। তাছাড়া ফাহিম বলে ২৯, সাগর বলে ২০ রান, আলী বলে ২০ রান করেন।

হাবিপ্রবির হয়ে বোলিংয়ে সোহান সরকার, লাবিব রিফাত ২টি করে উইকেট তুলে নেন৷

১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ছয় ওভার পাঁচ বলে জয় লাভ করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিম।

দলের হয়ে সর্বোচ্চ ১০ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন মারুফ। এর সঙ্গে সোহানের ১৮ বলে ৩৮, আকিবের বলে ২২ আকাশের বলে ১২ রানের উপর ভর করে শ্বাসরুদ্ধকর এই ম্যাচটি উইকেটে জিততে সক্ষম হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফারইস্ট এর হয়ে জাহিদ . ওভারে ২৭ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট।

১০ বলে ৫৩ রান করে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন হাবিপ্রবির মারুফ।

জয়ের অনুভূতি জানিয়ে হাবিপ্রবি ক্রিকেট টিমের অধিনায়ক সাব্বির মাহমুদ শুভ বলেন, বাংলাদেশের যেকোনো প্রান্তে প্রাণের ক্যাম্পাস হাবিপ্রবিকে প্রতিনিধিত্ব করা অত্যন্ত গর্বের বিষয়। আমাদের আজকের এই জয়ের মাধ্যমে আমরা পুরো দেশকে দেখিয়ে দিয়েছি হাবিপ্রবি পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও অনেক এগিয়ে। জয়ের ব্যাপারে টিমের প্রত্যেকটা প্লেয়ার, টিম ম্যানেজমেন্ট সবারই অবদান ছিল। এছাড়াও ঢাকায় অবস্থানরত অসংখ্য হাবিপ্রবিয়ান সরাসরি মাঠে এসে আমাদের অনেক উৎসাহ দিয়েছেন সাপোর্ট দিয়েছেন আর অনলাইনে হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ হাবিপ্রবির অনেকেই লাইভে খেলা দেখেও আমাদের প্রচুর উৎসাহ প্রদান করেছেন। সকলের প্রতি অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা। পরের খেলাতেও এভাবেই সবাই পাশে থাকবেন দোয়া রাখবেন যেন বিজয় আমাদেরই হয়।

ম্যান অব ম্যাচ নির্বাচিত আব্দুল্লাহ আল মারুফ তার অনুভূতি জানিয়ে বলেন, আমাদের এই জয়ের জন্য আমার টিমের প্রতিটি প্লেয়ার সহ টিম ম্যানেজমেন্ট আর হাবিপ্রবির সকল সমর্থকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী খেলাগুলোতে সবাই এভাবেই পাশে থেকে সাপোর্ট করবেন আশা করছি।

হাবিপ্রবি ক্রিকেট টিমের সকলকে অভিনন্দন জানিয়ে হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর হোসেন আকাশ বলেন, আমরা একটি আশা নিয়েই টিম পাঠিয়েছি এবং প্রথম খেলাতেই আমাদের ক্রিকেট টিম আমাদের আশার প্রতিফলন দেখিয়েছে। হাবিপ্রবি ছাত্রলীগের কমিটি হওয়ার পরেই আমরা ঘোষণা দিয়েছিলাম আমরা মাদকমুক্ত একটি স্মার্ট হাবিপ্রবি গড়ে তুলবো। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত টুর্নামেন্টে টিম পাঠিয়েছিলাম। আশা রাখছি আমরাই চ্যাম্পিয়ন হব।

হাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম মাসুদ রানা মিঠু বলেন, ছাত্রলীগের কমিটি হওয়ার পর থেকেই আমরা শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিষয় নিয়ে কাজ করছি। হাবিপ্রবি শিক্ষার্থীরা সবসময়ই তাদের যোগ্যতা প্রমাণের জন্য মুখিয়ে থাকে। বাংলাদেশ ছাত্রলীগের আয়োজনের বিষয়ে যখন আমরা জানতে পারি তখন সভাপতি আলমগীর হোসেন আকাশ এবং আমি মিলে টিম পাঠানোর সিদ্ধান্ত নেই এবং টিম পাঠাই। আমাদের টিম প্রথম ম্যাচেই বাজিমাত করেছে। আশা রাখছি ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে হাবিপ্রবি জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে এবং সারাদেশে হাবিপ্রবির নাম সমুন্নত করবে।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয় ২৬ জুন থেকে। টুর্নামেন্টের স্লোগান নির্ধারণ করা হয়েছেমাদক বাল্যবিবাহ যৌতুক রুখবোই, স্মার্ট বাংলাদেশ গড়বই এই আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে দেশের বিভিন্ন পর্যায়ে যে-সব ব্যক্তি প্রতিষ্ঠান মাদক, বাল্যবিবাহ যৌতুক প্রতিরোধে পারিবারিক, সামাজিক বা রাষ্ট্রীয় পরিসরে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তাদের সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে ছাত্রলীগ।

(ঢাকাটাইমস/২৯জুন/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: শেহবাজ শরিফ
হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন ডা. জোবাইদা রহমান
পাকিস্তানের সব বিমানবন্দর ও আকাশসীমা চালু আছে: পিএএ
একনেকে ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা